SciTech

প্রতিদিন বার হচ্ছে ৫ লক্ষের সোনা, বিনামূল্যে কোথায় পাবেন সেই সোনা

এখানে সোনা পড়ে থাকে অবহেলায়। একবারে ছিটকে বার হয় ৫ লক্ষ টাকার সোনা। অবাক শুনতে লাগলেও এমন কাণ্ড কিন্তু ঘটেই চলেছে।

Published by
News Desk

এখন সোনার দাম শুনলে যে কারও গায়ে ছেঁকা লাগছে। অনেকেরই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সোনা কেনার শখ। সেই সোনা এখানে ওখানে ছড়িয়ে থাকে এ পাহাড়ের চারধারে অনেক দূর পর্যন্ত। কারণ এ পাহাড় দিনে ৮০ গ্রামের মত করে সোনা উগরে দেয় মুখ দিয়ে।

এমনটা ভাবার কোনও কারণ নেই যে এটা অন্য কোনও গ্রহে হয়। এই পৃথিবীতেই এমনটা ঘটে চলেছে। তাও বহু বছর ধরে। সাদা বরফের চাদরের ওপর সোনা পড়ে থাকে ইতিউতি।

এ পাহাড় আদপে একটি আগ্নেয়গিরি। পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ আগ্নেয়গিরি হিসাবে এর পরিচিতি। অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে এ আগ্নেয়গিরি কিন্তু যথেষ্ট সক্রিয় থাকে।

হিমশীতল মেরুতে বরফের পুরু চাদরের মাঝে গরমের ছোঁয়া দিয়ে চলেছে এই মাউন্ট ইরিবাস। এই ইরিবাস যখনই তার জ্বালামুখ থেকে ধোঁয়া বার করতে শুরু করে তখন তার জ্বালামুখ দিয়ে অর্ধেক গলিত ছোট ছোট টুকরো ছিটকে বার হতে থাকে।

অ্যান্টার্কটিকার মাউন্ট ইরিবাস আগ্নেয়গিরি, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

এই টুকরোগুলি এতটাই সজোরে ছিটকে বার হয় যে তা বহু দূরে গিয়ে ছিটকে পড়ে। দেখা গেছে এই ছিটকে বার হওয়া অর্ধগলিত ধাতুর মধ্যে কম করে ৮০ গ্রামের মত সোনাও ছিটকে বার হয়।

জনমানবশূন্য এই বরফের দেশে যখনই বিজ্ঞানীরা অভিযানে হাজির হন রস দ্বীপে তখনই সেখানে এখানে ওখানে সোনা ছড়িয়ে পড়ে থাকতে দেখেন। এও পৃথিবীর এক আজব খেলা।

Share
Published by
News Desk
Tags: Antarctica

Recent Posts