SciTech

অ্যান্টার্কটিকার পুরু বরফে ফলল গরমের চেনা ফল, এ কেমন করে সম্ভব

অসম্ভব বললেও বোধহয় কম বলা হবে। এ রসাল ফল গরমের ফল বলেই বিখ্যাত। পুরু বরফের চাদরের ওপর এ ফল তো ফলতেই পারেনা। কিন্তু সেটাই তো হল।

Published by
News Desk

অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরু অঞ্চলে এখন চলছে শীতকাল। একেই হাড় কাঁপানো অসহ্য ঠান্ডা সেখানে। বরফের পুরু চাদরে ঢাকা। সেখানে শীতকাল হলে ঠান্ডার মাত্রা কতটা ভয়ংকর তা সাধারণ মানুষের পক্ষে অনুমান করাও কঠিন। চারিদিকে যতদূর চোখ যায় শুধু বরফের মোটা চাদরে ঢাকা।

সেখানে কিনা ফলল গরমের ফল! এও কি সম্ভব! কিন্তু সেটাই করে দেখালেন বিজ্ঞানীরা। দক্ষিণ মেরুতে শীতকালে ফলল তরমুজ।

ভোস্টক স্টেশন হল দক্ষিণ মেরুতে রাশিয়ার গবেষণাগার। সেখানেই বিজ্ঞানীরা ৮টি তরমুজ তৈরি করে দেখিয়ে দিয়েছেন। কনকনে ঠান্ডায় দিব্যি ৮টি তরমুজ বড় হয়েছে। সেসব তরমুজ তার স্বাদ বা গন্ধে কোনও অংশে কম যায়না।

রাশিয়ার বিজ্ঞানীরা হাত দিয়ে পরাগমিলন করিয়েছেন এখানে। তারপর তরমুজ ক্রমে বড় হতে শুরু করে। এজন্য কৃত্রিম মাটি ব্যবহার করা হয়েছে।

গরমের জন্য ব্যবহার করা হয়েছে আলো। বিশেষভাবে ওই মেরুর ঠান্ডাতেও এইভাবে তরমুজ বড় হয়েছে। তার স্বাভাবিক আকার নিয়েছে। এভাবে দক্ষিণ মেরুতে তরমুজ ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা।

অ্যান্টার্কটিকায় রাশিয়ার ভোস্টক স্টেশন, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

মহাকাশে যে স্পেস স্টেশন রয়েছে সেখানে ফসল ফলানো যায় কিনা তার চেষ্টা অনেকদিন ধরেই চলছে। অল্প বিস্তর সাফল্যও পেয়েছেন বিজ্ঞানীরা। এবার বিশ্বের অন্যতম ঠান্ডা জায়গায় তরমুজ ফলিয়ে আরও এক নতুন চমক দিলেন তাঁরা। যা আগামী দিনে এটা আরও বেশি পরিমাণে ফলানো সম্ভবের ইঙ্গিত বহন করছে।

Share
Published by
News Desk

Recent Posts