Entertainment

ছেঁকা দিচ্ছে ‘ঝুমা বৌদি’-র ভিডিও, দেখুন

Published by
News Desk

দীপিকা পাড়ুকোন কি মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাসকে চেনেন? আসলে দীপিকার ফেলে যাওয়া জুতোয় পা গলিয়ে একেবারে হৈচৈ ফেলে দিয়েছেন ভোজপুরী অভিনেত্রী। এখন ইন্সটাগ্রাম খুললেই নেটিজেনরা খোঁজ করছেন মোনালিসাকে। সৌজন্যে তাঁর নতুন ভিডিও! সেই ভিডিও লু বইয়ে দিয়েছে জনপ্রিয় সোশ্যাল সাইটের পেজে। কি আছে ভিডিওটিতে যে তা নিয়ে এতটা মাতোয়ারা নেটিজেনরা? ভিডিওয় কালো রঙের গাউন পরিহিতা মোনালিসাকে দেখা যাচ্ছে মোহময়ী ভঙ্গিতে নাচতে। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘রাম-লীলা’ ছবির ‘লহু মু লগ গয়া’ গানে কোমর দোলাচ্ছেন তিনি। উষ্ণ ঠোঁটের ইশারায় হাতছানি দিচ্ছেন তাঁর ‘দুপুর ঠাকুরপো’-দের।

আসলে হয়েছে কি আপামর বৌদিপ্রেমী দেওরদের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন ২’-র শ্যুটিংয়ে ব্যস্ত ঝুমা বৌদি। ওয়েব সিরিজে এটাই নাম মোনালিসার। শ্যুটিংয়ের ফাঁকে অবসর সময়টা একটু অন্যরকম করে কাটাতে চেয়েছিলেন জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শো ‘বিগ বস ১০’-এর প্রতিযোগিনী। তাই ভক্তদের মনে ঝড় তুলতে লাস্যময়ী ভঙ্গিমায় নাচের ভিডিওটি রেকর্ড করেন তিনি। ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট হতে না হতেই অনুরাগীদের লাইকের বন্যায় ভেসে যায়। আপাতত পূর্বতন বৌদি স্বস্তিকা মুখোপাধ্যায়ের নেশা অতীত। এখন বং দেওর কুলের নতুন বৌদি মোনালিসা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk