Entertainment

ফ্যানের সঙ্গে এবার ফোনে কথা বলবেন দুপুর ঠাকুরপোর ঝুমা বৌদি

Published by
News Desk

অভিনেত্রী হিসাবে তিনি ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন। ‘নজর’ সিরিয়ালের মোনালিসার রূপে অনেকেই বিভোর। কিন্তু জানেন কী রূপসী মোনালিসা নিজে কী ভালবাসেন? মোনালিসা পছন্দ করেন সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে তাঁর অনুরাগীদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে। ভিগো ভিডিও অ্যাপের ফ্যান পাওয়ার ক্যাম্পেনকে সামনে রেখে এখন তাঁর ফ্যানদের কাছে রীতিমত বার্তা পাঠিয়েছেন মোনালিসা।

মোনালিসা তাঁর ফ্যানদের অনুরোধ করেছেন তাঁরা যেন তাঁকে ফ্ল্যাশ পাঠান। ফ্ল্যাশ কী? ফ্ল্যাশ হল একটি ডিজিটাল টোকেন। যা ওই অ্যাপ ব্যবহারকারী তাঁর পছন্দের মানুষকে পাঠাতে পারেন। এই ফ্ল্যাশ যত আসবে ততই তাঁর ফ্যান পাওয়ার স্পষ্ট হবে। মোনালিসা চাইছেন তাঁর দেশ জুড়ে কত ফ্যান পাওয়ার তা দেখে নিতে। সেইসঙ্গে এই ক্যাম্পেনে সামনের সারিতে থাকতে।

ফ্ল্যাশ মোনালিসা পাচ্ছেনও প্রচুর। তারমধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাশ যিনি পাঠিয়েছেন তাঁর সেই পুরুষ ভক্তকে চমকে দিতে একটি পরিকল্পনাও করেছেন মোনালিসা। তিনি ঠিক করেছেন একদিন আচমকাই ওই ব্যক্তিকে ফোন করবেন। চমকে দেবেন তাঁকে। হাজার হাজার মাইল দূরে থাকা ভক্তদের সঙ্গে এভাবে যোগাযোগ স্থাপন করতে পেরে বেজায় খুশি সুন্দরী মোনালিসা। তাঁর এত ফ্যান দেখে তিনি ঠিক করেছেন আগামী ফ্যান পাওয়ার ৪-এ অংশও নেবেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk