National

ফের অনশনের হুঁশিয়ারি দিলেন আন্না হাজারে

লোকপাল বিল নিয়ে সমাজকর্মী আন্না হাজারের আন্দোলন দেশ নাড়িয়ে দিয়েছিল। এবার অন্য দাবিতে ফের আন্না হাজারে অনশনে বসার হুঁশিয়ারি দিলেন।

Published by
News Desk

২০১১ সালে সমাজকর্মী আন্না হাজারের জন লোকপাল বিলকে কেন্দ্র করে আন্দোলন অনশন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কেন্দ্র তখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। সেই সময় দিল্লির বুকে হাজার হাজার মানুষের সমর্থন আদায় করে দেশজুড়ে এক অহিংসবাদী নেতার মর্যাদা পান আন্না হাজারে।

আন্নার পরিষদ হিসাবে সে সময় যাঁরা এই লড়াইতে শামিল হয়েছিলেন তাঁদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল এখন দিল্লির মুখ্যমন্ত্রী। কিরণ বেদী পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ সামলেছেন।

সেই আন্না হাজারে এবার ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন। মহারাষ্ট্র সরকারের ওয়াইন নীতি নিয়ে এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি মহারাষ্ট্র সরকার সুপার মার্কেট সহ বিভিন্ন গ্রসারি দোকানে ওয়াইন বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। এখানেই আপত্তি আন্না হাজারের।

আন্না ইতিমধ্যেই একবার চিঠি দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে এই নীতি ফিরিয়ে নিতে অনুরোধ করেন। আন্না হাজারে জানিয়েছেন এই নীতি আগামী প্রজন্মের জন্য ক্ষতি ডেকে আনবে। তাই সাধারণ দোকানে ওয়াইন বিক্রির এই নীতি ফিরিয়ে নিক সরকার।

সেই চিঠির উত্তর না পেয়ে এবার আমরণ অনশনে বসার হুমকি দিলেন আন্না হাজারে। দ্বিতীয় একটি চিঠি দিয়ে আন্না হাজারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিষয়টি মনে করিয়েছেন।

আন্না হাজারে যদি আন্দোলনের পথে পা বাড়ান তাহলে মহারাষ্ট্র সরকার চাপে পড়বে সন্দেহ নেই। বিষয়টি রাজনৈতিক দিক থেকেও মহারাষ্ট্রের জোট সরকারকে কোণঠাসা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk