National

২০১৪ নির্বাচন জিততে তাঁকে ব্যবহার করেছে বিজেপি, বোমা ফাটালেন আন্না

Published by
News Desk

২০১৪-র লোকসভা নির্বাচন জিততে তাঁকে ব্যবহার করেছিল বিজেপি। তিনি তখন লোকপালের দাবিতে আন্দোলন করছিলেন। সেই সময় তাঁকে কাজে লাগায় বিজেপি ও আম আদমি পার্টি। কিন্তু এদের প্রতি তাঁর আর কোনও শ্রদ্ধা নেই। সোমবার এভাবেই কার্যত বোমা ফাটালেন ৮১ বছর বয়স্ক সমাজকর্মী আন্না হাজারে। যাঁর লোকপালের দাবিতে আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এখন তিনি মহারাষ্ট্রে নিজের গ্রাম রালেগান সিদ্ধি-তে নতুন করে অনশনে বসেছেন। লোকপাল ও লোকায়ুক্ত নিয়ে সরকার কথা দেওয়ার পরও তা রক্ষা করেনি বলে দাবি করে আন্দোলনে বসেছেন তিনি।

আন্না হাজারে এদিন দাবি করেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কেবল দেশবাসীকে ভুল বোঝাচ্ছে। দেশকে অটোক্র্যাসির দিকে টেনে নিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রেও বিজেপি সরকার গত ৪ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে বলে দাবি করেন আন্না।

আন্না হাজারে দাবি করেন, মহারাষ্ট্র সরকার বলছে তাঁর ৯০ শতাংশ দাবি তারা মেনে নিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। একইসঙ্গে তিনি জানান তাঁর রাজ্য বা কেন্দ্র সরকারের ওপর বিশ্বাস নেই। তাই যা সিদ্ধান্ত তারা নেবেন তা তাঁকে লিখিত আকারে দিতে হবে।

লোকপাল নিয়ে দিল্লিতে আন্দোলনের সময় তাঁর অন্যতম সঙ্গী ছিলেন বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কার্যত আন্না হাজারের হাত ধরেই তিনি রাজনীতির লাইমলাইটে আসেন। এদিন আন্না হাজারে জানিয়ে দেন, অরবিন্দ কেজরিওয়াল যদি তাঁর এই আন্দোলনে সামিল হতে চান তবে স্বাগত। কিন্তু একই মঞ্চে তিনি অরবিন্দকে বসার জায়গা দেবেন না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk