Sports

বিরাটের জন্যই ইস্তফা দিতে হয়েছে, ফেসবুকে দাবি কুম্বলের

Published by
News Desk

বিরাট কোহলির সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের ধাক্কা এখনও হজম হয়নি। তার ওপর কোচ কাণ্ডে অনিল কুম্বলের মোক্ষম চালে ঘুরিয়ে বিরাটকেই দুষছেন সিনিয়ররা। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ফেসবুকে অনিল কুম্বলে বোমা ফাটিয়েছেন। যার প্রধান লক্ষ্যই ছিলেন বিরাট। অনিল সাফ বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়কের অনিচ্ছাতেই তাঁকে এই পদ থেকে সরে দাঁড়াতে হল। এদিকে কুম্বলের এই বক্তব্য সামনে আসার পরই ভারতীয় ক্রিকেটের সিনিয়ররা বিরাটকেই দুষছেন। সুনীল গাভাস্কার সাফ জানিয়েছেন, কুম্বলের সরে দাঁড়ানো ভারতীয় ক্রিকেটের একটা দুঃখের দিন। দলের মধ্যে বোঝাপড়ার অভাব থাকতেই পারে। কিন্তু শেষ একবছরে ভারতীয় দলের সাফল্যও নজরকাড়া। ফলে কুম্বলের কোচিংয়ে তেমন কোনও খুঁত তাঁর নজরে পড়ছে না বলেও জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। কুম্বলের পাশে দাঁড়িয়ে গাভাস্কার আরও বলেন, এক সময়ে দলের জয় নিশ্চিত করতে ভাঙা চোয়াল নিয়েও বোলিং করেছেন অনিল। এমন একজন খেলোয়াড়ের এভাবে সরে দাঁড়ানো দুর্ভাগ্যজনক। কুম্বলেকে দলের কোচিংয়ে ফিরিয়ে আনা উচিত বলেই এদিন অভিমত ব্যক্ত করেছেন সানি গাভাস্কার।

 

Share
Published by
News Desk
Tags: Anil Kumble

Recent Posts