Entertainment

চুম্বনের দৃশ্য কী মিস করেন অনিল কাপুর

Published by
News Desk

বলিউড তারকা অনিল কাপুরের এখন বয়স ৬৩ বছর। কিন্তু এখনও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। বয়স লাগে ৩০-এর কোটায়। তিনি যখন হিরোর ভূমিকায় অভিনয় করেছেন তখন হিন্দি সিনেমায় এত চুম্বনের দৃশ্য থাকত না। চুম্বনের পরিস্থিতি তৈরি করা হত, মনে হত চুম্বন হল, এই পর্যন্তই। সরাসরি লিপলক সে সময় হতনা। বর্তমানে সিনেমায় যা একছাড় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কী রুপোলী পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয়ের সুযোগ মিস করেন অনিল কাপুর?

এমন প্রশ্নের উত্তরে অনিল বলেন, তাঁর বাড়িতে স্ত্রী সুনিতা রয়েছেন, ২ মেয়ে সোনম ও রিয়া রয়েছেন। আর তিনি বাড়ি ফিরে মার খেতে চান না। এরপর অবশ্য একদম হাসির ছলেই অনিল বলেন, তবে তিনি ওই দৃশ্যে অভিনয় অবশ্যই মিস করেন। সবে আত্মপ্রকাশ করেছে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, দিশা পাটানি অভিনীত মলঙ্গ সিনেমার ট্রেলর।

মলঙ্গ সিনেমায় আদিত্য রায় কাপুর ও দিশা পাটানির একের পর এক চুম্বন দৃশ্য রয়েছে। সেই চুম্বন দৃশ্যের হাত ধরেই অনিল কাপুরকে মজা করেই প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের মজা করেই উত্তর দেন তিনি। পাশাপাশি মিস্টার ইন্ডিয়া-কে জিজ্ঞাসা করা হয়েছিল ৬৩ বছরেও এমন যৌবন তিনি ধরে রাখেন কীভাবে? এর উত্তরেও মজা করেছেন অনিল কাপুর। তাঁর দাবি, একটি সিনেমায় তিনি গোলাপি রঙয়ের জুতো পরেছিলেন। সেই গোলাপি জুতোই তাঁকে এখনও ইয়ং রেখেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk