Entertainment

পকেট খোঁজার শটটাই গিয়েছিল সিনেমায়, ২৫ বছর পর সেকথা জানালেন অনিল কাপুর

সিনেমার শ্যুটিং চলাকালীন তো কত কিছুই হয়। সেসব শট সিনেমাতেও দিব্যি চলে যায়। এমনই এক অস্বস্তির শটের গোপন কথা ফাঁস করলেন অনিল কাপুর।

Published by
News Desk

২৫ বছর আগের কথা। তখন জুদাই নামে সিনেমার শ্যুটিং চলছিল। সুপারহিট সিনেমাটিতে নায়িকা ছিলেন শ্রীদেবী ও উর্মিলা মাতন্ডকর। আর নায়ক অনিল কাপুর।

সিনেমার একটি গান সুপারহিট হয়। হাঁ মুঝে পেয়ার হুয়া গানের সেই দৃশ্যের শ্যুটিং চলছিল। শটটা ছিল উর্মিলা নাচতে নাচতে তাঁর কাছে আসবেন। অনিল কাপুরকে শুধু সেই সময় চোখে থাকা রোদ চশমাটা খুলে তাঁর জ্যাকেটের পকেটে রাখতে হবে।

শ্যুটিংয়ের আগে সেটাই অনিলকে বলে দেওয়া হয়েছিল। শ্যুটিং শুরু করে ঠিক সময়ে অনিল কাপুর চোখ থেকে চশমাটা খুলে জ্যাকেটের পকেটে রাখতে যান। কিন্তু একি কাণ্ড! জ্যাকেটে পকেট কোথায়?

একবার এদিকে একবার ওদিকে পকেটে ঢোকানোর চেষ্টা বৃথা হলে অনিল কাপুর শটের মাঝেই জ্যাকেটের পকেট খোঁজার চেষ্টা করেন। তারপর কোনও রকমে জ্যাকেটের ভিতরের দিকে চশমাটা গুঁজে দেন। শট কাট হতে গোটা ইউনিট হোহো করে হেসে ওঠে।

ট্যুইস্ট তারপরেও ছিল। সেই শটটি এনজি করে নতুন করে কিন্তু কোনও শট গ্রহণ করা হয়নি। সিনেমার পর্দায় অনিল কাপুরের সেই পকেট খোঁজার শটটাই গিয়েছিল। যা দর্শকরাও দেখেছিলেন, কিন্তু হয়তো বুঝতে পারেননি। সেদিনের সেই কথা ২৫ বছর পর ফাঁস করলেন অনিল কাপুর।

জুদাই ২৫ বছর পূর্ণ করছে ফেব্রুয়ারির শেষে। সেই উপলক্ষে সিনেমার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সেদিনের সেই কথা ২৫ বছর পর খোলসা করলেন অনিল কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk