Sports

অবসরের পরিকল্পনা জানাতে গিয়ে কেঁদে ফেললেন এই টেনিস তারকা

Published by
News Desk

কোমরের সমস্যায় ভুগছেন ৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা অ্যান্ডি মারে। কোমরের যন্ত্রণা তাঁকে প্রবলভাবে ভোগাচ্ছে। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যান্ডি মারে বলেন, তিনি এই বছরের উইম্বলডন খেলে অবসর নিতে চান। কিন্তু তাঁকে কোমরের যন্ত্রণা যেভাবে ভোগাচ্ছে তাতে অস্ট্রেলিয়ান ওপেন খেলার পরই না তাঁকে অবসরের কথা ঘোষণা করতে হয়। মেলবোর্নে একথা বলতে বলতে কেঁদে ফেলেন এই টেনিস তারকা।

অ্যান্ডি মারে জানান, গত ২০ মাস ধরে কোমরের যন্ত্রণা হচ্ছে। সব কিছু চেষ্টা করেছেন। কিছুটা উন্নতিও হয়েছে অবস্থার। কিন্তু এভাবে আর কতদিন তিনি টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে তাঁর নিজেরই। তিনি যে পর্যায়ে খেলেন, সেই পর্যায়ে এই অবস্থা নিয়ে খেলা মুশকিল। এদিন অ্যান্ডির কথা থেকে স্পষ্ট যে তিনি আপ্রাণ চাইছেন সামনের উইম্বলডনটা খেলতে। কিন্তু শরীর তাঁকে কতটা সাথ দেবে তা নিয়ে প্রবল চিন্তায় আছেন তিনি। ৩১ বছরের মারে এদিন এটাও পরিস্কার করে দেন যে অবসরের পরে তিনি কারও সঙ্গেই জুটি বেঁধে ডবলসে খেলবেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts