Sports

আর দেশের হয়ে খেলবেননা, জানিয়ে দিলেন ইনিয়েস্তা

Published by
News Desk

পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলে গেল স্পেন। রাশিয়া কোনওক্রমে বাঁচিয়ে গেল রক্ষণ। কিন্তু টাইব্রেকারে রাশিয়ার গোলরক্ষক শেষ করে দিল স্প্যানিশ আর্মাডার সব আশা। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইনিয়েস্তার স্পেন। গত রবিবার এই হারের পরই ২০১০-এর ফাইনালে গোল করে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করা আন্দ্রে ইনিয়েস্তা জানিয়ে দিলেন, তিনি আর দেশের জার্সি গায়ে মাঠে নামবেন না। এটাই ছিল তাঁর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ।

৩৪ বছরের ইনিয়েস্তা স্পেনের মহাতারকা সন্দেহ নেই। তাই তাঁর জাতীয় দল থেকে অবসর ঘোষণার কথা হুহু করে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে। ইনিয়েস্তা এখন জাপানে ক্লাব ফুটবল খেলছেন। বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় ফুটবল খেলার পর এখন তিনি জাপানের ভিসেল কোবে ক্লাবের অন্যতম শক্তি। তাঁর জাতীয় দল থেকে অবসর ঘোষণা স্পেনের জন্য ইন্দ্রপতনই বটে।

Share
Published by
News Desk

Recent Posts