Sports

ব্যাটে বলে নতুন সদস্যের আগমন বার্তা দিলেন আন্দ্রে রাসেল

Published by
News Desk

ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন আন্দ্রে রাসেল। পরনে ধবধবে সাদা পোশাক। উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান তথা বোলার রাসেলের স্ত্রী দাঁড়িয়ে। তিনি প্রথমে একটি জলের বোতল ছুঁড়লেন রাসেলের দিকে। সেটি আস্তে করে উপরে মারলেন রাসেল। স্ত্রীকে বোঝাতে লাগলেন কীভাবে হাতে থাকা সাদা বলটা তাঁর দিকে ছুঁড়বেন।

ইতস্তত করছেন রাসেলের স্ত্রী। বলটা কেমন করে ছুঁড়বেন বুঝতে পারছেন না। অবশেষে রাসেল বোঝানোর পর হাতে থাকা বড় সাদা বলটা ছুঁড়লেন তাঁর স্ত্রী জেসিম লোরা। স্ত্রীর দেওয়া সেই আন্ডারআর্ম বলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হার্ড হিট করলেন রাসেল। আর তাতেই বল গেল ফেটে। সেখান থেকে বেরিয়ে এল গোলাপি ধোঁয়া। সঙ্গে অনেক রাংতা। রাসেল চমকে উঠলেন। তবে কী মেয়ে আসছে? গোলাপি রং ছড়িয়ে পড়তেই খুশিতে নেচে উঠলেন লোরা।

সোশ্যাল সাইটে আন্দ্রে রাসেল ও তাঁর স্ত্রী লোরা এভাবেই বিশ্বকে জানালেন তাঁদের খুশির খবর। জানালেন বাবা হতে চলেছেন রাসেল। মা হচ্ছেন লোরা। তাঁদের পরিবারের নতুন সদস্যের আগমন বার্তা এমন এক অভিনব উপায়ে সকলের কাছে পৌঁছে দেওয়ায় অবাক অনেকেই। খুশি তাঁরা। সকলেই রাসেল ও তাঁর স্ত্রী লোরাকে অভিনন্দন জানিয়েছেন।

রাসেল জানিয়েছেন, সন্তান ছেলে হোক বা মেয়ে। তাঁর কোনও আপত্তি নেই। তিনি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন মা ও সন্তান যেন সুস্থ থাকে। সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। বেলুনে সাজানো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাসেলের এই আনন্দ ভাগ করে নেওয়া অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts