Feature

ছোট ভারত বলে ডাকা হয় ছবির মত সুন্দর এই জায়গাকে, নাম জানলে অবাক হবেন

ভারতেরই একটি অংশ এটি যাকে ডাকা হয় মিনি ইন্ডিয়া বা ছোট ভারত বলে। ছবির মত সুন্দর জায়গাটির নাম বেশ অবাক করতে পারে।

Published by
News Desk

ভারতে কত কিছুই তো রয়েছে। হিমালয় থেকে শুরু করে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা এবং আরও নানা পাহাড়সারি। জঙ্গলে ঢাকা অনেক জায়গা। আবার সমুদ্রের ধারের দ্রষ্টব্য স্থান কম নয়।

অপার সৌন্দর্যের ডালি সাজানো ভারতের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে। যেখানে যাওয়া যায় নতুন কিছু উপভোগ করার সুযোগ। সেই ভারতের একটি অংশ হল মিনি ইন্ডিয়া বা ছোট ভারত।

ভারত বলতে যে মানচিত্রটি চোখের সামনে ফুটে ওঠে এটি অবশ্য তার অংশ নয়। তবে ভারতেরই অংশ। কলকাতা থেকে কেউ যেতে চাইলে একসময় জাহাজ ছাড়া উপায় ছিলনা। এখন অবশ্য বিমান সংযোগ রয়েছে।

বঙ্গোপসাগরের ওপর একদিকে আন্দামান সাগরকে রেখে এই দ্বীপের সমাহার সকলের কাছে আন্দামান নামে পরিচিত। একে অনেকেই মিনি ইন্ডিয়া বলে ডেকে থাকেন।

বলা হয় ভারতের নানা প্রান্তের মানুষের বাস এই আন্দামানে। ভারত স্বাধীন হওয়ার পর অনেক প্রান্ত থেকে মানুষ আন্দামানে গিয়ে স্থায়ীভাবে থাকা শুরু করেন। ফলে সেখানে অনেক সংস্কৃতিরও মিলন ঘটে।

আন্দামানে নানা ভাষাভাষীর মানুষ রয়েছেন। আবার এখানে অনেক স্থানীয় আদিবাসীর বাসও রয়েছে। বিভিন্ন দ্বীপে তাঁরা নিজেদের মত করে বসবাস করেন। এই বহুত্বের কারণেই আন্দামানকে মিনি ইন্ডিয়া বলে ডেকে থাকেন অনেকে।

অনেক বাঙালিও থাকেন আন্দামানে। এখন আন্দামান এক অন্যতম পর্যটন কেন্দ্রেও রূপান্তরিত হয়েছে। সারাবছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। যা স্থানীয় অর্থনীতির বড় ভরসা।

Share
Published by
News Desk

Recent Posts