Entertainment

নীল সাগরের বুকে কালো বিকিনিতে আরও ‘সেক্সি’ এমি

Published by
News Desk

সুন্দরী তিনি বরাবরই। অভিনয়টাও মন্দ করেন না। এই দু’য়ের ককটেলে দক্ষিণী ফিল্ম জগতে একটু একটু করে ভালোই শিকড় গেঁথে ফেলেছেন এমি জ্যাকসন। তবে প্রচারের আলো পেতে খুব বেশি কসরৎ করতে দেখা যায়না ব্রিটিশ বংশোদ্ভূত এই ভারতীয় মডেল অভিনেত্রীকে। ক্বচিৎ হয়তো খোলামেলা পোশাকে সোশ্যাল সাইটে সামনে আসেন অক্ষয় কুমার অভিনীত ‘সিং ইজ ব্লিং’ ছবির নায়িকা। বিকিনি সুন্দরীদের রমরমা প্রতিযোগিতার বাজার থেকে কিছুটা বিচ্ছিন্ন দ্বীপ হয়েই থেকে এসেছেন এতকাল। হয়তো নিজেকে মেলে ধরার সঠিক স্থান কাল পাত্রের অপেক্ষায় ছিলেন এমি। তাঁর সেই প্রতীক্ষার অবসান ঘটল গ্রিসের আথেন্স শহরে পা দেওয়ার পর।

ভূমধ্যসাগরের তীরে ছবির মত সাজানো সুন্দর শহর থেকে কিছুদিন আগেই ঘুরে এসেছেন এমি। প্রিয়জনের সঙ্গে নিরালায় অবসর যাপনের ফাঁকে ক্যামেরায় বন্দি করেছেন মুঠো মুঠো নিসর্গ দৃশ্য। ভূমধ্যসাগরের শান্ত জলরাশির বুকে ক্রুজে ভেসে বেড়ানোর মুহুর্তে নিজেরও কিছু ছবি তুলিয়েছেন এমি। সেইসব ছবির একটি সম্প্রতি তিনি আপলোড করেন তাঁর ইন্সটাগ্রামের পেজে। ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের বিকিনি আর সানগ্লাসে নীল সাগরের বুকে রূপের মশাল জ্বালিয়েছেন ২৬ বছরের অভিনেত্রী। দেখতে দেখতে সেই ছবি ভরে ওঠে অনুরাগীদের লাইক আর সদর্থক মন্তব্যে। ভরা গ্রীষ্মে এমির মোলায়েম মোহিনী রূপের উষ্ণতাতেই এখন মজে সুন্দরের পূজারি নেটিজেনরা। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk