Categories: World

পাকিস্তানে কাওয়ালি গায়ককে গুলি করে হত্যা

Published by
News Desk

প্রখ্যাত পাকিস্তানি কাওয়ালি গায়ক আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। তাঁর গাড়ির চালক ও তাঁর এক সঙ্গীর গুলিতে মৃত্যু হয়। ৪৫ বছরের সবরির মাথা ও বুকে গুলি লাগে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বন্দর শহর করাচিতে। পুলিশ জানিয়েছে, করাচির লিকুয়াতাবাদ এলাকা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন সাবরি। সিগনালে যখন গাড়ি দাঁড়িয়ে ঠিক তখনই মোটরসাইকেলে করে এসে ৩ দুষ্কৃতী তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গাড়িতে সওয়াল সাবরি সহ তাঁর চালক ও সঙ্গী। রীতিমত পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটান হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় সাবরিকে আব্বাসি সাহিদ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk