Entertainment

শর্মিলা ঠাকুরের গোপন কথা সারার কাছে ফাঁস করে দিলেন অমিতাভ

নাতনির সামনে শর্মিলা ঠাকুরের কাণ্ডকারখানা ফাঁস করে দিলেন অমিতাভ বচ্চন। শর্মিলা ঠাকুর সম্বন্ধে নিজে কি মনে করেন তাও জানালেন অকপটে।

Published by
News Desk

একটি ভিডিও নতুন করে আলোড়ন ফেলেছে। যেখানে অমিতাভ বচ্চনের সামনে একটি টিভি অনুষ্ঠানে বসেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সঙ্গে ছিলেন তাঁর নাতনি সারা আলি খান। যিনি নিজেও বর্তমান প্রজন্মের প্রথমসারির নায়িকাদের একজন।

সেখানে ঠাকুমা শর্মিলা ঠাকুর সেটে এসে ডিরেক্টরদের সঙ্গে কি করতেন তা সারাকে বলে দিলেন অমিতাভ বচ্চন। অমিতাভের মত‌ে শর্মিলা ছিলেন সে সময়ের এক নিষ্ঠুর সৎ অভিনেত্রী। সৎ তো বোঝা গেল, নিষ্ঠুর কেন?

অমিতাভ জানান, শর্মিলা ঠাকুর সেটে এসে একটি সিনে অভিনয় করার আগে ডায়লগ পড়ে মাঝেমাঝেই ডিরেক্টরের সঙ্গে তর্ক জুড়ে দিতেন।

সাফ ডিরেক্টরকে বলে দিতেন তিনি যে কথাটা শর্মিলাকে দিয়ে বলানোর চেষ্টা করছেন তিনি তা বলবেন না। বরং সেখানে কি বলা উচিত তাও বলে দিতেন শর্মিলা।

অমিতাভ জানান, শর্মিলা এতটাই নিজের মতামত প্রকাশে আত্মবিশ্বাসী থাকতেন যে অবশেষ তাঁর কথাই থাকত। অমিতাভ এটাও স্বীকার করে নেন যে পরে দেখা যেত শর্মিলা যে ডায়লগ বলেছিলেন বা যেভাবে বলেছিলেন, সেটাই সঠিক ছিল। শর্মিলা যে সেটে অত্যন্ত জেদি ছিলেন তাও বুঝিয়ে দেন বিগ বি।

অমিতাভ সারাকে এটাও বলেন যে শর্মিলা ঠাকুর তাঁর সামনে বসে আছেন বলে তিনি বলছেন এমনটা নয়, বরং এটা তিনি বিশ্বাস করেন যে শর্মিলা তাঁর সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন। সময়ের থেকে অনেক বেশি এগিয়ে থাকা এক নিষ্ঠুর সৎ অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk