Entertainment

খুব বড় ভুল করে ফেলেছেন, খোলাখুলি জানালেন অমিতাভ বচ্চন

Published by
News Desk

খুব বড় ভুল তিনি করে ফেলেছেন। আর এজন্য তাঁকে অনেক ‘গালি’ও শুনতে হয়েছে। একটি সিনেমার প্রচারে এসে এমনই জানালেন বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ‘অ্যাকটিভ’ তিনি। সম্প্রতি তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। মরিশাসে তোলা ছবি। চোখে কালো সানগ্লাস। আর পরনে স্নানের পোশাক। ছবির তলায় মরিশাসে সেবার প্রথম যাওয়ার সুখস্মৃতির কথাও তুলে ধরেন বিগ বি।

তারপর তিনি একটি সিনেমার প্রচারে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা ওই ছবিটি নিয়ে তাঁকে প্রশ্ন করতেই অমিতাভ অকপটে বলেন, ওই ছবি পোস্ট করা তাঁর বড় ভুল। এজন্য তাঁকে গালমন্দও শুনতে হয়েছে। তিনি বলেন, মরিশাসে ওই ছবিটি একজন তুলেছিলেন সে সময়ে। তিনিই হালে নিজের পরিচয় দিয়ে ছবিটি ছবিটি পাঠান। ছবিটি পাওয়ার পর তিনি সেটি ট্যুইটারে তুলে দেন বলে জানান অমিতাভ। কিন্তু সেটা তাঁর বড় ভুল ছিল বলে এখন মনে করছেন কিংবদন্তী।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন তাঁর পুরনো দিনের ছবি পোস্ট করেই থাকেন। স্মৃতি রোমন্থন করেন। সেসব মনে রাখার মত ছবি সকলের সঙ্গে ভাগাভাগি করে নেন। কিন্তু এই ছবিটি নিয়ে তাঁর বোধহয় আক্ষেপটা থেকেই গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk