Entertainment

স্ত্রীকে কতটা ভালবাসেন বোঝাবেন কীভাবে, শেখালেন অমিতাভ বচ্চন

৮১ বছর বয়সে প্রেমের পাঠ পড়ালেন অমিতাভ বচ্চন। কীভাবে স্ত্রীকে প্রেম নিবেদন করতে হয় তা সকলকে শিখিয়ে দিলেন বলিউড কিংবদন্তি।

Published by
News Desk

ওড়িশার বালাসোর থেকে এক প্রতিযোগী এসেছিলেন অমিতাভ বচ্চনের শো বলে খ্যাত কৌন বনেগা ক্রোড়পতি-তে। সেখানে শেখ আজমত নামে ওই প্রতিযোগী জানান, তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর মিল খুব। তবে টিভি দেখার সময় তিনি সিনেমার গান দেখতে ভালবাসেন না। আর তাঁর স্ত্রী ততটাই গান দেখতে ভালবাসেন। এই নিয়ে তাঁদের ঝগড়া লেগে থাকে।

আজমত জানান, তাঁর সিনেমার মাঝে নায়ক নায়িকা গান গায় এটা একেবারেই পছন্দ নয়। কখনও বাগানে, কখনও পাহাড়ের ওপর, কখন নদীর ধারে এভাবে নেচে নেচে গানের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই।

অমিতাভ তার উত্তরে ওই প্রতিযোগীকে জিজ্ঞেস করেন আপনি যদি আপনার প্রেমিকাকে প্রেম নিবেদন করতে চান তাহলে তো তা সুন্দর জায়গাতেই করতে হবে। একটা ঘরে ২ জনে মুখোমুখি বসে তো আর সেটা করবেননা।

শেখ আজমতের স্ত্রী অভিযোগ করেন তাঁর স্বামী তাঁর প্রেমিকাকেও নিয়ে কোথাও যাবেন না প্রেম নিবেদন করতে। এটা শোনার পর অমিতাভ এবার শেখ আজমতকে প্রেমের পাঠ দেন।

অমিতাভ বলেন, টিভি দেখতে বসে তিনি যেন তাঁর স্ত্রী জারিনা বিবিকে পাশে ডেকে নেন। সঙ্গে নিন ওড়িশার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। তারপর একটি হাত আস্তে আস্তে তুলুন। টিভি থেকে কিন্তু চোখ সরাবেন না। এমন যেন আপনি টিভিই দেখছেন।

টিভির দিকে চোখ রেখেই এবার আস্তে আস্তে হাতটা স্ত্রীর কাঁধে রাখুন। অমিতাভ বলেন, এটা নিশ্চিত করে বলতে পারি ওইদিন আপনাদের ডিনারটা দারুণ হবে। স্ত্রীরা কিন্তু এটা দেখতে চান যে আপনি তাঁকে কতটা ভালবাসেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk