Entertainment

অমিতাভের অভিনেতা হওয়ার কথা মাথাতেই আসত না কে না থাকলে

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের অভিনয় জগতেই হয়তো পা রাখা হতনা একজন না থাকলে। তাঁর জন্যই ভারতীয় সিনেমা জগত অমিতাভ বচ্চনের মত তারকাকে পেয়েছে।

Published by
News Desk

বলিউডে অমিতাভ বচ্চনের অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। অমিতাভ বচ্চন একটা যুগের নাম। যিনি আজও পর্দায় আসা মানে একটা আলাদাই উজ্জ্বল উপস্থিতি। যা আজও দর্শককে সমানভাবে আনন্দ দেয়। সেই অমিতাভ বচ্চনের হয়তো সিনেমার জগতে পা রাখাই হতনা একজন না থাকলে।

তিনি যে সিনেমার জগতেও আসতে পারেন, তা তাঁর মাথায় ঢুকিয়েছিলেন সেই মানুষটাই। অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এক প্রতিযোগীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সেই মানুষটার কথা তুলে ধরলেন।

অমিতাভ বলেন, সব পরিবারেই বড় ভাই বা বোন তার চেয়ে ছোটজনকে আগলে রাখার চেষ্টা করে। তাঁর বাড়িতেও তাই ছিল। তিনি তাঁর থেকে ৫-৬ বছরের ছোট ভাই অজিতাভ বচ্চনকে আগলে রাখতেন।

এদিকে এক সময় তিনি কর্মসূত্রে কলকাতায় চলে আসেন। সেখানেই চাকরি করছিলেন। তখনই তাঁকে অজিতাভ বলেন তাঁর সিনেমায় আসা উচিত।

সে সময় অমিতাভ সিনেমায় আসার কথা ভাবতেনই না। কিন্তু তাঁর ভাই তাঁর ছবি তুলে অডিশনের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। অমিতাভ বলেন, হতে পারে সেই ছবি নাকচ হয়েছিল, কিন্তু সেই তাঁর মাথায় ঢোকে যে তিনি সিনেমা জগতেও প্রবেশ করতে পারেন।

পরে সেই লক্ষ্য স্থির করে অমিতাভ চাকরি ছেড়ে সিনেমায় পা রাখার লড়াই শুরু করেন। কিন্তু অজিতাভ বচ্চন না থাকলে হয়তো তিনি সিনেমার আসার কথা ভাবতেনই না। আর ভারতবাসীরও পাওয়া হতনা কিংবদন্তি অমিতাভ বচ্চনকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk