Entertainment

আলিয়া রণবীরকে নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন

বলিউডের তারকা স্বামী স্ত্রী জুটিতে অবশ্যই প্রথম সারিতে রয়েছেন আলিয়া রণবীর কাপুর। তাঁদের নিয়ে এবার মুখ খুললেন অমিতাভ বচ্চন।

Published by
News Desk

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সাইফাই সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’-তে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে একই পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, মৌনী রায়কে। যদিও সিনেমার মুখ্য চরিত্রে ছিলেন রণবীর, আলিয়াই।

একটি টিভি অনুষ্ঠানে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলার সময় সেই সিনেমার প্রসঙ্গ সামনে আসে। তখনই অমিতাভ রণবীর ও আলিয়া সম্বন্ধে নিজের মতামত অকপটেই খুলে বলেন।

ব্রহ্মাস্ত্র সিনেমায় তাঁর চরিত্র যে তেমন গুরুত্ব পায়নি তা অমিতাভ বচ্চনের কথায় প্রকাশ পায়। অমিতাভ বলেন, ওই সিনেমায় তিনি ছিলেন কিনা জানা নেই, তবে রণবীর ও আলিয়া ছিলেন প্রধান চরিত্রে।

অমিতাভ এও বলেন, রণবীর এবং আলিয়া ২ জনই অত্যন্ত প্রতিভাধর অভিনেতা। শুধু প্রতিভাধর অভিনেতাই নন, তাঁরা ২ জনই মানুষ হিসাবেও অসাধারণ।

২০২২ সালে আলিয়া ও রণবীর কাপুর গাঁটছড়া বাঁধেন। এই সেলেব্রিটি দম্পতির এক সন্তানও রয়েছে। রাহা নামে সেই কন্যা সন্তানের জন্মের পরও বাবা মা হিসাবে উচ্ছ্বসিত ছিলেন বলিউডের দম্পতি জুটি রালিয়া।

রণবীর ও আলিয়া ২ জনই দাম্পত্য জীবনের বাইরে পেশাগত জীবনে এখন যথেষ্ট ব্যস্ত। রণবীর কাপুর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার পর এখন অপেক্ষায় তাঁর পরবর্তী সিনেমা ‘অ্যানিম্যাল’-এর মুক্তির। অন্যদিকে আলিয়াকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নামে সিনেমায় রানি চ্যাটার্জী নামে একটি চরিত্রে দেখতে পাওয়া গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk