Entertainment

একটি ঘটনায় তিনি চিরকৃতজ্ঞ থাকবেন ভক্তদের কাছে, কেন বললেন অমিতাভ

একটি ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু হয়েছিল তার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন তাঁর অনুরাগীদের প্রতি। খোলাখুলি জানালেন অমিতাভ বচ্চন।

Published by
News Desk

কথাটা শুরু হয়েছিল তাঁর সামনে বসা এক প্রতিযোগীর কথা থেকে। সেই প্রতিযোগী অমিতাভ বচ্চনের সামনে বসেছিলেন প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে। জনপ্রিয় টিভি শো-টিতে ওই ব্যক্তি জানান, যখন ভারত পাকিস্তান ম্যাচ হয়, যখন ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় বা যখন অমিতাভ বচ্চনের মত দেশের এক অভিনেতা অসুস্থ হয়ে পড়েন, তখন উজ্জয়িনী এবং বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোর আয়োজন করা হয়।

একথা শোনার পরই, অমিতাভ ওই ব্যক্তিকে বলতে গিয়ে সকলের উদ্দেশ্যেই জানান, ১৯৮২ সালে কুলি সিনেমার শ্যুটিং করার সময় অমিতাভ বচ্চনের একটি দৃশ্যে অভিনয় করার সময় লাফ দেওয়ার কথা ছিল। তিনি লাফটা দেনও। কিন্তু লাফ সঠিক ছিলনা।

ফলে অমিতাভের পেটে টেবিলের অংশ লেগে চোট লাগে। সেই সময় অমিতাভ মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই চালিয়ে গেছেন। আর গোটা দেশে তাঁর ভক্তরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে তাঁদের প্রিয় নায়কের কিছু নায় হয়। চলে পুজো দেওয়াও।

অমিতাভ বচ্চন বলেন, সেই সময় তাঁর অনুরাগী ভক্তরা যা করেছিলেন সে ঋণ তিনি কোনও দিন শোধ করতে পারবেননা। তিনি ভক্তদের কাছে সে সময় তাঁর আরোগ্য কামনা করার জন্য চিরকৃতজ্ঞ থাকবেন।

অমিতাভ এও বলেন, তিনি বিশ্বাস করেন এই সময়ও যে তিনি রয়েছেন তা ওই ভক্তদের প্রার্থনার ফলেই। কুলি সিনেমায় অমিতাভ এক কুলির ভূমিকায় অভিনয় করেন। সিনেমার পরিচালক ছিলেন মনমোহন দেশাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk