Entertainment

আয়কর বিভাগ এলেই তাঁর কি মনে হয় জানালেন অমিতাভ বচ্চন

আয়কর বিভাগের আধিকারিকরা এলেই তাঁর কি মনে হতে থাকে তা খোলাখুলিই জানালেন বলিউডের কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন। ভয় যে পান তা তাঁর কথায় স্পষ্ট।

Published by
News Desk

তাঁর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হয়েছিলেন এক মহিলা। কৌন বনেগা ক্রোড়পতি নামে শোতে অমিতাভ বচ্চন সঞ্চালকের সিটে বসে শুধু কুইজ করান না। তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতই প্রতিযোগীর সঙ্গে মিশে যান। ঘরোয়া কথাবার্তায় মেতে ওঠেন।

এক মহিলা হট সিটে বসার পর অমিতাভ বচ্চন তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কি করেন। উত্তরে ওই মহিলা জানান, তিনি আয়কর দফতরে কাজ করেন। তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কাজ করছেন।

মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা ওই মহিলা নিজেকে আয়কর বিভাগে কর্মী পরিচয় দিতেই অমিতাভ বলেন, তিনি যেমন এই খেলা করানোর জন্য এনার্জি দেখান, তেমনই আয়কর বিভাগের কর্মীরা কাউকে সমন পাঠানোর সময় এনার্জি দেখান।

অমিতাভ আরও বলেন, আয়কর বিভাগের আধিকারিক ও কর্মীরা যখন কোথাও হাজির হন, সেখানে সবকিছু খতিয়ে দেখেন। তখন তাঁরা সাধারণভাবে বলে থাকেন ওটা তাঁদের রুটিন কাজ। সব খতিয়ে দেখে চলে যাবেন।

অমিতাভ বচ্চন বলেন, তাঁদের কাছে ওটা রুটিন কাজ হতে পারে, কিন্তু তাঁর বাড়িতে আয়কর বিভাগের তরফে এই খতিয়ে দেখা হলে তাঁর হাল খারাপ হয়ে যায়।

অমিতাভ এটাও বলেন যে তাঁর নিজের কি অবস্থা হয়। বলতে গিয়ে তিনি হিন্দিতে একটি প্রচলিত শব্দ বলেন যে তাঁর হাওয়া পানি সব বন্ধ হয়ে যায়। এতটাই দমবন্ধ ভয়ার্ত পরিস্থিতি তৈরি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk