Entertainment

সত্যজিৎ রায়ের ঘরে ঢুকে কি মনে হয়েছিল, খোলাখুলি জানালেন অমিতাভ বচ্চন

সত্যজিৎ রায়ের ঘরে সেদিন ঢুকেছিলেন অমিতাভ বচ্চন। ঘরে ঢুকে তাঁর একটাই কথা মনে হয়েছিল। কি মনে হয়েছিল জানালেন বলিউড কিংবদন্তি।

Published by
News Desk

বিখ্যাত চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের বাড়িতে একবার তিনি ঢুকেছিলেন। অমিতাভ বচ্চন জানান সেই সৌভাগ্য তাঁর হয়েছিল। সত্যজিৎ রায় তাঁকে নিজের ঘরে নিয়ে যান। ঘরে ঢুকেই অবাক হয়ে যান অমিতাভ।

ঘর ভর্তি বই। চারধারে রয়েছে পোস্টার। অনেক হাতে আঁকা ছবিও রয়েছে। এমন একটা ঘর দেখার পর হতবাক হয়ে গিয়েছিলেন অমিতাভ। একজন চিত্রপরিচালকের ঘর যে এমন হয় তা কল্পনাও করতে পারেননি তিনি।

অমিতাভ বচ্চন আরও জানান তিনি দেখেন ঘরে প্রচুর কার্ডে ছবি আঁকা রয়েছে। সত্যজিৎ রায় তাঁর সিনেমার প্রায় প্রতিটি ফ্রেম এঁকে রাখতেন।

অমিতাভ জানান, সত্যজিৎ রায়ের সিনেমা দেখলে বোঝা যায় তাঁর সিনেমার প্রতিটি ফ্রেম যেন এক একটা আঁকা ছবি। বিশ্বখ্যাত পরিচালক যে একজন দক্ষ চিত্রকরও ছিলেন তাও কৌন বনেগা ক্রোড়পতি-র মঞ্চে জানান অমিতাভ।

সত্যজিৎ রায় কেবল একজন চিত্রপরিচালকই ছিলেন না, তিনি ছিলেন একাধারে চিত্রনাট্যকার, সুরকার, গীতিকার, ইলাস্ট্রেটর, ক্যালিগ্রাফার, লেখক, প্রাবন্ধিক, ম্যাগাজিনের সম্পাদক এবং তথ্যচিত্র নির্মাতা। এত গুণের অধিকারী এই বিশ্ববরেণ্য বঙ্গসন্তানের ঘরে প্রবেশ করার পর চারধার এখনও ভুলতে পারেননি অমিতাভ বচ্চন। সেই হতবাক হওয়া তাঁর এখনও মনে আছে।

নিজের সারা জীবনের কাজের জন্য সত্যজিৎ রায় অস্কার পুরস্কারও জেতেন। শয্যাশায়ী অবস্থায় তাঁর হাতে সেই পুরস্কার তুলে দেন বিশ্বখ্যাত অভিনেত্রী অড্রে হেপবার্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk