Entertainment

একটি প্রাণিকে দেখলেই ভয় পান অমিতাভ বচ্চন, কোন প্রাণি নিজেই জানালেন

এমন একটি প্রাণি রয়েছে যাকে দেখলেই অমিতাভ বচ্চন ভয় পেয়ে যান। তবে তা বাঘ, সিংহ নয়। কোন প্রাণ‌ি সেকথা নিজেই জানালেন অমিতাভ বচ্চন।

Published by
News Desk

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন একটি টিভি শোতে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলছিলেন। সেখানে সেই প্রতিযোগী জানান একটি প্রাণিকে তিনি ভয় পান বটে, তবে অতটাও নয় যতটা তাঁর মা ভয় পান। অমিতাভ বচ্চন তখনই টিভির পর্দা থেকে ওই মহিলাকে জানান, তাঁর সঙ্গে ওই মহিলার ভাবনার মিল রয়েছে।

কারণ তিনিও ওই প্রাণিটিকেই ভয় পান। রীতিমত ভয় পান। তাঁর মনে হয় যেন ওই প্রাণিটি বলে সে জানে তাকে দেখা হচ্ছে। যদি কাছে আসার চেষ্টা কর তাহলে কামড়ে দেব। এমনটাই বলেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন একটি প্রশ্নের প্রেক্ষিতে ওই প্রাণিটির প্রসঙ্গ টেনে আনেন। জানান তিনি গিরগিটিকে খুব ভয় পান। যতক্ষণ গিরগিটি গাছে চুপ করে বসে আছে ততক্ষণ ঠিক আছে। তখন তাদের দেখতে বেশ ভালই লাগে।

কিন্তু সেই গিরগিটি যখন এগোতে শুরু করে তখন সে তার মাথা ঝাঁকাতে থাকে। আর তাকে দেখেই মনে হয় কাছে ঘেঁষলেই কামড়ে দেবে।

অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে প্রায়ই নিজের কথা বলেন। নিজের পছন্দ অপছন্দের কথা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেন। মেশেন খুব চেনা মানুষের মতন।

অতি সাধারণ কথাবার্তায় মেতে উঠতে ভালবাসেন বলিউডের এই কিংবদন্তী মানুষটি। হয়তো এগুলিকে সামনে রেখে এই প্রশ্নোত্তরের অনুষ্ঠানটি একটা আলাদা মাত্রা পেয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk