Entertainment

ওটা কম্পিউটারের ভুল, তিনি একজন সাধারণ অভিনেতা, বললেন অমিতাভ

Published by
News Desk

১৯৯৯ সাল। সে সময়ে বিবিসি একটি অনলাইন ভোট করে। শতাব্দীর সেরা তারকা কে তা জানতে চাওয়া হয়। অনলাইনে প্রচুর ভোট পড়ে। বিভিন্ন জনের জন্য ভোট পড়ে। সেই ভোটের পর বিবিসি জানায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ভারতীয় সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের জন্য। ফলে তাঁকেই স্টার অফ দ্যা মিলেনিয়াম বা শতাব্দীর সেরা তারকা বলে ঘোষণা করা হয়।

ফাইল : অমিতাভ বচ্চন, ছবি – আইএএনএস

সেই ঘটনার কথা তুলে ধরে বিনয়ের সঙ্গেই রসিকতা মিশিয়ে অমিতাভ বচ্চন জানালেন, সেদিন কিছু একটা ভুল হয়েছিল। কম্পিউটারের ভুল। তিনি স্টার অফ দ্যা মিলেনিয়াম হতে পারেননা। তিনি আসলে একজন সাধারণ অভিনেতা মাত্র। ৭৬ বছরের এই মহাতারকার এই বিনয় কিন্তু এখন খবরের শিরোনাম হয়ে উঠেছে।

একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, ছবি – আইএএনএস

গত বৃহস্পতিবার অভিনেতা তথা লেখক গোবিন্দ নামদেবের রচিত বই মধুকর শাহ বুন্দেলা-র প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ। সেখানেই সকলকে একথা জানান তিনি। অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ছাড়াও ছিলেন রাম গোপাল বাজাজ, সতীশ কৌশিক, চন্দ্রপ্রকাশ দ্বিবেদী সহ অনেকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk