অনুরাগীদের মাঝে অমিতাভ বচ্চন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @amitabhbachchan
অমিতাভ বচ্চন নামটা ভারতীয় সিনেমা জগতে একটা প্রবাদে পরিণত হয়েছে। তিনি এক জীবন্ত কিংবদন্তী। তাঁর অনুরাগীর সংখ্যাও দেশজোড়া।
মুম্বই শহরের জুহুতে অমিতাভের বাড়ি। সেই বাড়ির সামনে প্রতি রবিবার তাঁর ভক্তদের ভিড় জমে। কারণ ওই একটি দিন অমিতাভ বচ্চন বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। ভক্তরাও বাড়ির দরজায় দীর্ঘ অপেক্ষার পর তাঁদের পছন্দের মানুষটাকে চর্মচক্ষে দেখার সুযোগ পান।
প্রতি রবিবার অমিতাভ বচ্চন যখন বাড়ির সামনে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন তখন তিনি খালি পায়ে বার হন। কিন্তু কেন? বাড়ির বাইরে খালি পায়ে আসার প্রয়োজন কি?
অমিতাভ বচ্চন সেই রহস্যের আসল কারণটা এবার নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অমিতাভ বচ্চন জানিয়েছেন, সকলে যখন মন্দিরে যান তখন তাঁদের খালি পায়েই প্রবেশ করতে হয়। তিনি মনে করেন তাঁর ভক্তরাই তাঁর মন্দির। তাই তিনি ভক্তদের সঙ্গে দেখা করার সময় খালি পায়ে বাইরে আসেন।
অমিতাভ বচ্চনের বাড়ির সামনে গেটের ২ পাশে ২টি করে জলের কলস রাখা থাকে। যেখানে লেবুর জল রাখা থাকে। এখন এই প্রবল গরমেও যাঁরা তাঁর একটা ঝলক পাওয়ার আশায় অমিতাভের বাড়ির সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তাঁদের গরম থেকে রেহাই দিতে এই লেবুর জলের বন্দোবস্ত অমিতাভ বচ্চন নিজেই করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা