লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
মাঠে তখন চাঁদের হাট। একদিকে যখন দেশকে বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি লিওনেল মেসি তখন তাঁর বিপরীত দলে রয়েছেন বিশ্ব ফুটবলের আর এক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবার সেখানেই রয়েছেন এমবাপে, সেখানেই রয়েছেন নেইমার।
বিশ্ব ফুটবলের এতজন তারকা খেলোয়াড় যে একসঙ্গে মাঠে দৌড়চ্ছেন, গোল করার লড়াই চালাচ্ছেন এটা দেখতে পাওয়ার সুযোগও এক বড় পাওনা। ম্যাচটি হয়েছে সৌদি আরবে। রিয়াধের মাঠে একটি প্রদর্শনী ম্যাচে খেলতে নামেন বিশ্বের ফুটবল মহাতারকারা।
এই ম্যাচ যখন বিশ্বের সকলের জন্য একটা বিরল পাওনা হয়, তখন ভারতীয়দের জন্য সেটার সঙ্গে ছিল উপরি পাওনাও। কারণ ওই প্রদর্শনী ম্যাচের প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন আর এক কিংবদন্তি অমিতাভ বচ্চন।
খেলা শুরুর আগে অমিতাভ বচ্চন মাঠে যান। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। তাঁদের সঙ্গে করমর্দন করেন। শুভেচ্ছা বিনিময় করেন। যে তালিকায় ছিলেন মেসি, রোনাল্ডো, এমবাপে, নেইমাররা।
এটা যে তাঁর জীবনেও একটা বিরল মুহুর্ত তা সোশ্যাল মিডিয়ায় জানাতে কুণ্ঠা বোধ করেননি অমিতাভ বচ্চন। আর বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে দেশের সর্বকালের অন্যতম সেরা অভিনেতাকে দেখতে পেয়ে খুশি ভারতীয়রাও।
মেসির নেতৃত্বে থাকা পিএসজি বনাম রোনাল্ডোর নেতৃত্বে থাকা সৌদি অল স্টার একাদশ-এর মধ্যে খেলাটি ৫-৪ ব্যবধানে শেষ হয়। ১ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে শেষ হাসি হাসেন লিওনেল মেসি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা