Entertainment

স্বাধীনতা দিবসে অন্য ‘লুক’-এ অমিতাভ

Published by
News Desk

প্রথা থেকে একটু ছুটি। বা বলা যেতে পারে প্রথা ভাঙার স্বাধীনতা। ৭২ তম স্বাধীনতা দিবসটা এভাবেই প্রথার বাইরে পোশাক পরে উদযাপন করলেন অমিতাভ বচ্চন।

স্বাধীনতা দিবস মানেই সাদা পোশাক। ছেলেদের জন্য সাদা কুর্তা আর পায়জামা। এটাই পরিচিত ছবি। এমনটা না হলে স্বাধীনতা দিবসকে ঠিকঠাক সম্মান জানানো হয় না যেন। এই মিথটা কে কবে গড়েছিলেন জানা না থাকলেও এবার সেটাকেই ভাঙতে চাইলেন সিনিয়র বচ্চন।

এদিন তিনি সাদা কুর্তা পায়জামা পরেছিলেন। তবে তার ওপর চড়িয়েছিলেন কালো গলাবন্ধ ফুলস্লিভ কোট। আর তাতেই তিনি স্বতন্ত্র। নিজেকে এই পোশাকে সাজিয়ে তিনি দাবি করলেন যে উদ্ভাবনের কোনও সীমা নেই।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk