Entertainment

কান্না আটকাতে পারলেননা অমিতাভ বচ্চন

খবরটা শোনার পর তিনি কান্না আটকাতে পারেননি। ঈশ্বরকে ধন্যবাদও জানান বিগ বি।

Published by
News Desk

মুম্বই : বচ্চন পরিবারের ৪ সদস্য করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারমধ্যে ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা অভিষেক বচ্চন ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন। তাঁদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই তাঁরা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন গত সোমবার। যে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান অভিষেক বচ্চন। যিনি নিজেও করোনা সংক্রমিত হয়ে তাঁর বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে হাসপাতালে ভর্তি।

ঐশ্বর্য ও আরাধ্যা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই খবর অমিতাভ বচ্চনের কানেও পৌঁছয়। তারপরই তিনি ট্যুইট করে নিজের খুশির কথা জানান। তিনি জানান তাঁর নাতনি ও বউমা করোনামুক্ত হয়ে ফিরেছেন এটা জানার পর তিনি আপ্লুত। তিনি নিজের কান্না ধরে রাখতে পারেননি। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানান তিনি।

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অবশ্য এখনও করোনা সংক্রমিত হয়ে নানাবতী হাসপাতালেই চিকিৎসাধীন। তাঁদের কবে ছাড়া হবে তা এখনও জানা যায়নি। তবে ঐশ্বর্য ও আরাধ্যা বাড়ি ফিরেছেন। প্রসঙ্গত বচ্চন পরিবারে একমাত্র জয়া বচ্চনকে করোনা স্পর্শ করতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk