Entertainment

তড়িঘড়ি দেশে ফিরলেন অমিতাভ বচ্চন, প্রয়াত নিকট আত্মীয়

Published by
News Desk

গত রবিবার রাতে তাঁর মেয়ে শ্বেতা নন্দার শ্বশুরমশাই ব্যবসায়ী রাজন নন্দার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান অমিতাভ বচ্চনই। জানান জামাই নিখিলের বাবা ও তাঁর মেয়ে শ্বেতার শ্বশুরমশাই মারা গেলেন। তিনি এখনই ভারতে ফিরছেন। বেয়াইয়ের মৃত্যুতে শোকাহত অমিতাভ বচ্চনের এই বার্তায় অনেকেই জানতে পারেন দুঃসংবাদ।

বর্তমানে বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অমিতাভ। সেই শ্যুটিংয়ের ফাঁকেই তড়িঘড়ি তাঁকে ফিরতে হল। তিনি যে বেয়াইয়ের মৃত্যু সংবাদে কতটা মর্মাহত তা ভারতীয় সিনেমার এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব তাঁর ব্লগেই পরিস্কার করে দিয়েছেন। প্রতিটি লাইনে ফুটে উঠেছে তাঁর মর্মবেদনা।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk