Entertainment

জন্মদিনেও স্ত্রী কাছে নেই, মন খারাপ অমিতাভ বচ্চনের

স্ত্রীর কাছে মন পড়ে আছে অমিতাভ বচ্চনের, বৃহস্পতিবার ৭২ বছর পূর্ণ করলেন জয়া

Published by
News Desk

স্ত্রী জয়া বচ্চনের কাছে মন পড়ে আছে অমিতাভ বচ্চনের। বৃহস্পতিবার অর্থাৎ ৯ এপ্রিল ৭২ বছর পূর্ণ করলেন জয়া। তাঁর সেই বিশেষ দিনেই তিনি অমিতাভের থেকে অনেক দূরে বসে আছেন। এটা মন খারাপ করেছে অমিতাভ বচ্চনের।

তবে তিনি জানিয়েছেন এই বিশেষ দিনটায় প্রযুক্তি তাঁদের দূরত্ব কমিয়েছে। অমিতাভ এটাও জানিয়েছেন জয়া দিল্লিতে ছিলেন সংসদ চলছিল বলে। তারপর লকডাউন ঘোষণা হয়। তিনি আর ফেরার সুযোগ পাননি মুম্বইতে।

অমিতাভ লিখেছেন জয়া বচ্চন দিল্লিতে ভাল আছেন। যেখানে আছেন তা যথেষ্ট সুরক্ষিত। মুম্বই থেকেই তিনি জন্মদিনের শুভেচ্ছা স্ত্রীকে জানিয়েছেন।

এদিকে এমন একটা পরিস্থিতি দেশে। করোনা উদ্বেগ বেড়েই চলেছে। তার মধ্যেও অনেক অনুরাগী জয়া বচ্চনের জন্মদিনের শুভেচ্ছা জানানোয় অমিতাভ বচ্চন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। জয়া বচ্চনের জন্মদিনের কথা মনে রেখে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্যও তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনও। তিনিও জানিয়েছেন তাঁদের পুরো পরিবার মুম্বইতে। অথচ লকডাউনের জন্য তাঁর মা জন্মদিনেই অনেক দূরে দিল্লিতে রয়েছেন।

তবে মাকে উদ্দেশ্য করে অভিষেক লিখেছেন তাঁরা সকলেই তাঁকে হৃদয়ে রেখেছেন। জব্বলপুরের এক প্রবাসী বাঙালি পরিবারে ১৯৪৮ সালে জন্ম হয় জয়া বচ্চনের। বর্তমানে তিনি সমাজবাদী পার্টির সাংসদও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk