Entertainment

শ্যুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন

Published by
News Desk

রাজস্থানের যোধপুরে এক মাস ধরে চলছে ‘ঠগস অফ হিন্দোস্তান’ ছবির শ্যুটিং। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিগ বি। সোমবার সারা রাত ধরে এই মেহেরানগড় দুর্গে একটানা শ্যুটিং সারেন তিনি। এত ধকল আর নিতে পারেনি শরীর। মঙ্গলবার ভোরের দিকে আচমকাই শরীর খারাপ লাগতে থাকে বর্ষীয়ান অভিনেতার। সেকথা ব্লগে জানান খোদ অমিতাভ বচ্চন। ছবির পুরো ইউনিটকেও নিজের শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।

অমিতাভ বচ্চনকে সুস্থ করে তুলতে মুম্বই থেকে যোধপুর উড়ে যায় বিশেষ চার্টার্ড বিমান। সঙ্গে নিয়ে যাওয়া হয় বিশেষ চিকিৎসক দল। রাজস্থানের হোটেলে বিগ বির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকেরা। শ্যুটিং করতে গিয়ে কোনওরকম চোট পেয়ে অমিতাভ অসুস্থ হয়ে পড়েছেন কিনা তা জানার চেষ্টা চালাচ্ছেন তারা। বিগ বির অসুস্থতার খবর পেতেই শঙ্কিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। সকলের এখন একটাই প্রার্থনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তাঁদের সকলের প্রিয় ‘অ্যাঙ্গরি ইয়ংম্যান’।

Share
Published by
News Desk