Entertainment

তাঁর হাত নয়, জানালেন অমিতাভ বচ্চন

Published by
News Desk

বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চন স্বেচ্ছায় বাড়িতেই কোয়ারেন্টিনে চলে গেছেন ১৪ দিনের জন্য। সেকথা তিনি জানিয়ে ছিলেন। মহারাষ্ট্রে কোয়ারেন্টিনে থাকা মানুষের হাতে ছাপ মেরে দেওয়া হচ্ছে। সেই ছাপের কথাও তিনি তুলে ধরেন। এদিকে অমিতাভ বচ্চনের এই কোয়ারেন্টিনে যাওয়ার পাশাপাশি একটি ছবি সামনে আসে। সেখানে দেখা গেছে হাতে কোয়ারেন্টিনের ছাপ।

অমিতাভ বচ্চনের করা পোস্ট, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SrBachchan

এই ছাপ অমিতাভ বচ্চনের বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু এই বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার অমিতাভ বচ্চন খোলাখুলি জানিয়ে দিয়েছেন ওই কোয়ারেন্টিনের ছাপ দেওয়া হাতটি তাঁর নয়। এই বিভ্রান্তির অবশ্য কারণও ছিল। অমিতাভ বচ্চন বুধবার ট্যুইট করে জানান তিনি হোম কোয়ারেন্টিনে যাচ্ছেন। মহারাষ্ট্র সরকার যে স্ট্যাম্প হাতে মেরে দিচ্ছে সেটিরও একটি ছবি দেন তিনি।

হাতে স্ট্যাম্প লাগা ওই ছবি দেখার পর সকলেই প্রায় ধরে নিয়েছিলেন অমিতাভ নিজের হাতের ছবিই পোস্ট করেছেন। সেই বিভ্রান্তি এদিন দূর করলেন বিগ বি। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ছবি দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন সরকার কী কী প্রযুক্তি কোয়ারেন্টিনে যেতে বলা মানুষজনের ক্ষেত্রে প্রয়োগ করছে। তিনি এও পরামর্শ দেন যে যদি কেউ হাতে এমন ছাপ থাকা কাউকে বাইরে ঘুরতে দেখেন তাহলে তাঁকে অবশ্যই যেন হোম কোয়ারেন্টিনে যেতে বলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk