Entertainment

হাতে স্ট্যাম্প, বাড়িতে কোয়ারেন্টিনে অমিতাভ বচ্চন

Published by
News Desk

করোনা ভাইরাস থেকে দূরে থাকতে কী করা উচিত ও কী করা উচিত নয় সে বিষয়ে যাবতীয় পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকারও সকলকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে। চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকারগুলিও। এমনকি সংবাদমাধ্যমও চেষ্টা করছে সকলকে উচিত, অনুচিত নিয়ে অবগত করতে। এর মধ্যেই বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনও তাঁর মত করে টানা চেষ্টা করছেন সকলকে কোভিড-১৯ থেকে দূরে থাকার পরামর্শ দিতে। এবার তিনি নিজেই বাড়িতে নিজেকে সকলের থেকে আলাদা করে কোয়ারেন্টিনে চলে গেলেন।

অমিতাভ বচ্চনের করা পোস্ট, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @SrBachchan

মহারাষ্ট্রে কোয়ারেন্টিনে থাকতে শুরু করলে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে একটি স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে। কতদিন পর্যন্ত তিনি এই কোয়ারেন্টিনে থাকবেন তার দিনও ছেপে দেওয়া হচ্ছে হাতে। বিগ বি-র ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অমিতাভ বচ্চন স্বেচ্ছায় নিজেকে আলাদা করার পাশাপাশি তাঁর হাতে কোয়ারেন্টিনের ছাপ পড়েছে। তিনি জানিয়েছেন এই ছাপ ভোটের সময় যে কালি ভোটারদের হাতে লাগানো হয় সেই কালি দিয়েই দেওয়া হচ্ছে।

এর আগে অমিতাভ বচ্চন রবিবার করে তাঁর ভক্তদের সঙ্গে দেখা করার যে রীতি রয়েছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। জানান, আপাতত স্থগিত সেই প্রচলিত রীতি। সকলের সুস্থতার কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত। এছাড়া তিনি একটি কবিতাও লেখেন করোনা নিয়ে। সেই লেখা পাঠও করেন। তাঁর নিজের মত করে অমিতাভ বচ্চন কিন্তু চেষ্টা করেছেন মানুষকে সচেতন করতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk