Entertainment

শ্রীদেবীর মৃত্যু কি আগেই আঁচ করেছিলেন অমিতাভ বচ্চন? জল্পনা তুঙ্গে

Published by
News Desk

রাত তখন সওয়া ১টা। মধ্যরাতে একটি ট্যুইট বার্তা দেখে তখন অনেকে কিছুটা অবাক হলেও বিশেষ আমল দেননি। কিন্তু তাঁরাই এদিন কাকভোরে আঁতকে উঠলেন আর একটি খবরে। তবে কী…? ট্যুইট করেছিলেন বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। এক লাইনের ট্যুইটে হিন্দিতে লেখা ছিল, ‘না জানে কিঁউ, এক অজিব সি ঘাবরাহট হো রহি হ্যায়’। যার বাংলা করলে দাঁড়ায়, না জানি কেন, এক অদ্ভুত অস্বস্তি হচ্ছে। আর সেই ট্যুইট করা হয় শ্রীদেবীর মৃত্যু মাত্র কিছুক্ষণ আগে!

তখন গুরুত্ব না দিলেও শ্রীদেবীর মৃত্যুর খবরের পর চমকে ওঠেন অনেকেই। তাহলে কী কোনও ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করেছিল অমিতাভ বচ্চনের। ইনকিলাব, আখরি রাস্তা ও খুদা গওয়াহ-য় তাঁর নায়িকা ছিলেন শ্রীদেবী। বলিউডে সহকর্মী হওয়ায় পরিচিতিও বহুদিনের। সেই মানুষটার মৃত্যুর আগেই অমিতাভের ট্যুইটকে নিয়ে শুরু হয়েছে চর্চা। অবশ্য অনেকে একে নেহাতই কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রীদেবীর অকাল মৃত্যুর খবর পাওয়ার পর বহু অভিনেতা অভিনেত্রী শোকপ্রকাশ করলেও অমিতাভ বচ্চন কোনও ট্যুইট করেননি।

Share
Published by
News Desk