ফাইল : অভিষেকের সঙ্গে অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
ছেলের দেওয়া যে কোনও উপহারই বাবার কাছে আনন্দের হয়। কি দিচ্ছে সেটা নয়, ছেলে দিচ্ছে এখানেই পিতৃমন খুশিতে ভরে ওঠে। তবে অমিতাভ বচ্চনের ক্ষেত্রে উপহারটা আলাদা করে ছুঁয়ে গেছে তাঁকে।
ছেলে অভিষেক বচ্চন তাঁকে একটি উপহার দিয়েছেন। অর্থের প্রাচুর্যে খামতি নেই বচ্চন পরিবারে। কিন্তু সেখানেও কিছু ছোট ছোট মুহুর্ত, উপহার, বাবা ও ছেলের মধ্যে সম্পর্ককে আনন্দ দেয়। মন ভাল করে।
অমিতাভ বচ্চন তাই ছেলে অভিষেকের দেওয়া উপহারে বেজায় খুশি। ছেলে দিয়েছেন এটা তো আনন্দেরই, সেই সঙ্গে উপহারটি একটি পেন। এই পেন বা কলম বস্তুটি অমিতাভ বচ্চনের বিশেষ প্রিয়। তিনি এই বয়সেও সময় পেলে কাগজ কলম নিয়ে বসে পড়েন কিছু লিখতে। কোনও কম্পিউটারে টাইপ করতে নয়।
সেই পেন অভিষেক হাতে তুলে দিয়েছেন। বাবাকে উপহার দিয়েছেন। সেকথা সকলকে আনন্দঘন হৃদয়ে জানিয়েছেন অমিতাভ। সেই সঙ্গে জানিয়েছেন দোকানের তাক থেকে অভিষেক যে পেনটি তাঁর বাবাকে উপহার দেওয়ার জন্য তুলে নেন সেই পেনের একটি বিশেষত্ব রয়েছে। যে সংস্থা পেনটি তৈরি করেছে তারা বাঁহাতিদের জন্য আলাদা নিব এবং ডান হাতিদের জন্য আলাদা নিব তৈরি করে।
অমিতাভ বচ্চনের মতে আধুনিক প্রজন্ম ক্রমশ লিখতে ভুলে যাচ্ছে। কাগজ ও কলমের সঙ্গতের লেখা নয়, এখন ওএমআর শিটে ফুটকি দেওয়াই যথেষ্ট হয়ে গেছে।
ক্রমশ হারিয়ে যাচ্ছে হাতে লেখার অভ্যাস। ক্রমে শেষ হতে বসেছে কাগজের ওপর কলমের নিব দিয়ে লেখার আনন্দ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…