Entertainment

ওকে ডাকাই ভুল হয়েছে, ৭ কোটি ফাঁস করতেই ছেলে অভিষেকের ওপর খাপ্পা অমিতাভ

একটি টিভি শোতে অমিতাভ বচ্চন ডেকেছেন তাঁর ছেলে অভিষেক বচ্চনকে। আর সেটা যে তাঁর বড় ভুল হয়ে গেছে তা ক্যামেরার সামনেই স্পষ্ট জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন।

Published by
News Desk

ওকে এখানে ডেকে খুব বড় ভুল করে ফেলেছেন তিনি। টিভির পর্দায় কোনও রাখঢাক না করেই একথা বলতে শোনা গেল অমিতাভ বচ্চনকে। কাকে উদ্দেশ্য করে একথা বলছেন তিনি? আর কেউ নন, তাঁর ছেলে অভিষেক বচ্চনকেই তাঁর শোতে ডাকা বড় ভুল হয়ে গেছে বলে আক্ষেপ করেন অমিতাভ।

কিন্তু কেন? অভিষেক কি এমন করে বসলেন যে একথা বলতে হল তাঁর বাবাকে! তাও আবার টিভির পর্দায়। যা দেশের কোটি কোটি মানুষ দেখতে পাবেন!

ওই টিভি শোতে অমিতাভ বচ্চন হলেন হোস্ট। তাঁর সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার পরিচালক সুজিত সরকার এবং এই সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করা অভিষেক বচ্চন।

সেখানে কথা বলতে গিয়ে অভিষেক ক্যামেরার সামনেই বলেন, তাঁদের বাড়িতে সকলে একসঙ্গে ভাগাভাগি করে খাবার খান। আর কেউ যদি কোনও প্রশ্ন করেন তাহলে বাড়ির যত ছোটরা আছে তারা একসঙ্গে চেঁচিয়ে ওঠে ৭ কোটি।

ঘরের কথা এভাবে সকলের সামনে প্রকাশ পেয়ে যাওয়ার পর অমিতাভ স্পষ্ট বলেন অভিষেককে ডাকা তাঁর ভুল হয়েছে। যা শুনে হেসে ফেলেন সুজিত সরকার।

প্রসঙ্গত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চনের একটা স্থূলকায় চেহারা দেখানো হয়েছে। যা কোনও প্রস্থেটিক মেকআপ নয় বলে জানিয়ে দেন অভিষেক। এই সিনেমাটির চরিত্রের প্রয়োজনে তিনি নিজেই ওভাবে মোটা হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk