Entertainment

সিটি মেরে ক্যামেরাম্যানকে সরতে বললেন অমিতাভ বচ্চন

Published by
News Desk

গান, নাচ বা সিনেমার ডায়লগে খুশি হয়ে সিটি মারতে দেখা গেছে বহু মানুষকে। বিশেষত নবীনদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে সিটি মারার প্রবণতা আবহমান। যে প্রবণতাকে ভারতীয় সমাজে খুব খারাপ করে নেওয়া না হলেও খুব মর্যাদাও দেওয়া হননা। ফলে সমাজের গণ্যমান্যদের কখনও সিটি মারতে দেখা যায়না। কিন্তু সেসব বোধহয় কিংবদন্তি অমিতাভ বচ্চন ভুলে গিয়েছিলেন।

মেয়ে শ্বেতা ব়্যাম্পে হাজির হতেই সব কিছু ভুলে উত্তেজিত পিতা হয়ে ওঠেন তিনি। মেয়ের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আর ঠিক সেই সময়ই কোনওভাবে তাঁর সামনে এসে পড়েন এক ক্যামেরাম্যান। সময় নষ্ট না করে সিটি মেরে ওই ক্যামেরাম্যানকে জানান দেন বলিউডের প্রবাদপ্রতিম মানুষটি। ইশারায় তাঁকে দ্রুত সামনে থেকে সরে যেতে বলেন। সরতে বলার মধ্যে বেশ একটা হাঁকপাঁক ব্যাপার ছিল। ভাবটা এমন সর ভাই দ্রুত। ছবি মিস হয়ে যাবে তো!

অমিতাভ বচ্চন মোবাইলে ছবি তুলতেই থাকেন। মাঝে একবার ছবি বড় করার চেষ্টাও করেন। মেয়ে শ্বেতা তখন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা ভারতীয় এথনিক পোশাকে ব়্যাম্প মাতাচ্ছেন। টানা মোবাইল ধরে ভিডিও করতে গিয়ে হয়তো হাতটা নড়ে যাচ্ছিল। দেখা যায় অন্য হাত দিয়ে নিজের মোবাইল ধরা হাতের কব্জিটা চেপে ধরেন অমিতাভ বচ্চন।

অমিতাভের এদিনের সিটি মেরে ক্যামেরাম্যানকে সামনে থেকে সরতে বলার ছবি, সামনে থেকে সরার ইঙ্গিত সবই ধরা পড়েছে অন্যদের ক্যামেরায়। সেই ছবি ভাইরালও। মেয়ের এদিনের শো দেখতে হাজির ছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। তারকাসুলভ আভিজাত্য ফেলে এদিন এক পিতার আনন্দ ও উত্তেজনা কিন্তু নজর এড়ালনা কারও।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk