National

অবসর জীবনে কীভাবে সারাদিন কাটাবেন, মন খুলে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিজেপির অন্যতম স্তম্ভ তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বড় দায়িত্ব তাঁর কাঁধে। সেই অমিত শাহ এবার একেবারে খোলা মনে অকপটে জানালেন তাঁর অবসর জীবনের পরিকল্পনা।

Published by
News Desk

বিজেপি দলের অন্যতম কাণ্ডারি তিনি। তাঁর কাঁধে দলের অনেক দায়িত্ব। দলের প্রথমসারির নেতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। সরকার ও দলের দায়িত্ব সামাল দিতে তাঁর সারাদিন কেটে যায়। এই ব্যস্ত জীবন থেকে একদিন তো তিনি অবসর নেবেন। তখন তাঁর আর এই কর্মব্যস্ততা থাকবেনা।

শেষ জীবনটা শান্তিতে কাটাতে চান তিনি। তাঁর সেই অবসর জীবন কেমন করে কাটাতে চান তার পরিকল্পনা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। এবার সেই পরিকল্পনার কথা খুলে বললেন গুজরাটের আমেদাবাদের সহকার সংবাদ-এর একটি আলোচনাচক্রে।

অমিত শাহ সেখানে সকলকে জানান তিনি অবসর জীবনের সারাদিন কীভাবে কাটাবেন তা স্থির করে ফেলেছেন। তিনি ওই সময় নিজের মত করে জৈব চাষে মনোনিবেশ করবেন।

জৈব চাষের পাশাপাশি তিনি দিনের একটা সময় পড়াশোনা করে কাটাবেন। বেদ আর উপনিষদ নিয়েই প্রধানত চর্চা করবেন তিনি। পড়বেন এসব গ্রন্থ।

কেন জৈব চাষ? অমিত শাহ জানান, এখন যে সব চাষ হচ্ছে তা অনেক ক্ষেত্রেই শরীরের ক্ষতি করে। রাসায়নিক সার এসব কৃষিজাত উপাদানের ক্ষতি করছে। নানা অসুখ দানা বাঁধছে শরীরে।

কিন্তু জৈব চাষের মধ্যে দিয়ে পাওয়া ফলনে এ ভয় থাকেনা। শরীর থাকে রোগমুক্ত। যা ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেয়। প্রসঙ্গত কয়েক মাস আগে তাঁর ওজন কমানো নিয়ে মুখ খুলেছিলেন অমিত শাহ।

তিনি জানিয়েছিলেন ভাল অভ্যাস, পরিমিত খাবার ও পানীয় জল, বেশ কিছু ব্যায়াম এবং সঠিক ঘুম তাঁর ওজন কমিয়ে জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk