ফাইল : অমিত শাহ, ছবি - আইএএনএস
বিজেপি দলের অন্যতম কাণ্ডারি তিনি। তাঁর কাঁধে দলের অনেক দায়িত্ব। দলের প্রথমসারির নেতা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। সরকার ও দলের দায়িত্ব সামাল দিতে তাঁর সারাদিন কেটে যায়। এই ব্যস্ত জীবন থেকে একদিন তো তিনি অবসর নেবেন। তখন তাঁর আর এই কর্মব্যস্ততা থাকবেনা।
শেষ জীবনটা শান্তিতে কাটাতে চান তিনি। তাঁর সেই অবসর জীবন কেমন করে কাটাতে চান তার পরিকল্পনা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। এবার সেই পরিকল্পনার কথা খুলে বললেন গুজরাটের আমেদাবাদের সহকার সংবাদ-এর একটি আলোচনাচক্রে।
অমিত শাহ সেখানে সকলকে জানান তিনি অবসর জীবনের সারাদিন কীভাবে কাটাবেন তা স্থির করে ফেলেছেন। তিনি ওই সময় নিজের মত করে জৈব চাষে মনোনিবেশ করবেন।
জৈব চাষের পাশাপাশি তিনি দিনের একটা সময় পড়াশোনা করে কাটাবেন। বেদ আর উপনিষদ নিয়েই প্রধানত চর্চা করবেন তিনি। পড়বেন এসব গ্রন্থ।
কেন জৈব চাষ? অমিত শাহ জানান, এখন যে সব চাষ হচ্ছে তা অনেক ক্ষেত্রেই শরীরের ক্ষতি করে। রাসায়নিক সার এসব কৃষিজাত উপাদানের ক্ষতি করছে। নানা অসুখ দানা বাঁধছে শরীরে।
কিন্তু জৈব চাষের মধ্যে দিয়ে পাওয়া ফলনে এ ভয় থাকেনা। শরীর থাকে রোগমুক্ত। যা ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেয়। প্রসঙ্গত কয়েক মাস আগে তাঁর ওজন কমানো নিয়ে মুখ খুলেছিলেন অমিত শাহ।
তিনি জানিয়েছিলেন ভাল অভ্যাস, পরিমিত খাবার ও পানীয় জল, বেশ কিছু ব্যায়াম এবং সঠিক ঘুম তাঁর ওজন কমিয়ে জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…