Kolkata

বিজেপি ফোবিয়ায় ভুগছে তৃণমূল : অমিত শাহ

Published by
News Desk

প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে লক্ষ্য করে ছোট ছোট কথায় একের পর এক তির ছুঁড়ে গেলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর দাবি সিপিএম নয়, এখন তৃণমূল ভয় পাচ্ছে বিজেপিকে। রাজ্যে তারাই এখন তৃণমূলের অন্যতম প্রতিপক্ষ। সিপিএম বা তৃণমূলের আমলে বাংলায় কোনও উন্নয়ন হয়নি বলে দাবি করে অমিত শাহ খতিয়ান দিয়ে বলেন রাজ্যে প্রায় সব কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। উন্নয়ন হচ্ছেনা। রাজ্যে প্রতি পাঁচ জনে একজন দারিদ্র সীমার নিচে বাস করেন। এই অবস্থায় বিজেপি যে উন্নয়নের স্বপ্নকে হাতিয়ার করেই রাজ্যে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে চায় তাও এদিন বিজেপি সভাপতির বক্তব্য থেকে স্পষ্ট। রাজ্যে দাঁত ফোটাতে আপাতত ঘরে ঘরে গিয়ে বিজেপির উন্নয়ন বার্তা পৌঁছে দিতে চান তিনি। এজন্য গত মঙ্গলবার উত্তরবঙ্গের পর এদিন কলকাতাতেও প্রতীকী বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি রেখেছেন অমিত শাহ। তৃণমূল সংখ্যালঘু তোষণ করছে বলে এদিন অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিজেপি কোনও সংখ্যালঘু, সংখ্যাগুরু মানেনা। তারা ভোটার বোঝে। উন্নয়ন বোঝে। ২০১৯-এ পশ্চিমবঙ্গে বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে বলেও দাবি করেন বিজেপি সভাপতি। এদিন নারদ নিয়েও তৃণমূলকে বিঁধেছেন তিনি। তাঁর দাবি, নারদে তৃণমূল নেতাদের টাকা নিতে দেখা গেছে। সেসব ছবি যে সঠিক তাও প্রমাণিত। এবার সিবিআই ‌যেমনভাবে তদন্ত এগোবার এগোবে। নারদ বা সারদা নিয়ে তৃণমূলকে জবাব দিতে হবে বলে দাবি করেন অমিত।

 

Share
Published by
News Desk

Recent Posts