National

মমতা, মায়াবতীকে কুরুচিকর মন্তব্য অমিত শাহের

Published by
News Desk

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বহুজন সমাজবাদী পার্টি নেত্রী মায়াবতীর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ মঞ্চে বসা অন্যান্য বিজেপি নেতাকে দেখিয়ে বলেন, নোট বাতিলের জেরে এঁদের কারও মুখ শুকিয়ে যায়নি। কিন্তু মমতা আর মায়াবতীর মুখ চুন হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন ১০ বছর বয়স বেড়েছে গেছে। এদিন অমিত শাহর বক্তব্যের কড়া ভাষায় নিন্দা হয় রাজনৈতিক মহলে। এভাবে দেশের দুই রাজনৈতিক নেত্রী সম্বন্ধে এমন কুরুচিকর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।

 

Share
Published by
News Desk