National

ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন মমতাদিদি, তোপ অমিত শাহর

Published by
News Desk

এনআরসি, সিএএ-এর বিরুদ্ধে যখন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ আন্দোলন জোড়াল করছেন। পদযাত্রা করছেন। রাজ্যে কিছুতেই এনআরসি, সিএএ লাগু হতে দেবেন না বলে মানুষকে আশ্বাস দিচ্ছেন। তখন পশ্চিমবঙ্গ থেকে শত ক্রোশ দূরে রাজস্থানের যোধপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা তোপ দাগলেন তাঁর বিরুদ্ধে। আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন বলে দাবি করেন অমিত শাহ।

অমিত শাহ এদিন বলেন, শরণার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ক্ষতি করেছেন যে তাঁদের নাগরিকত্ব আটকানোর চেষ্টা করছেন তিনি? অমিত শাহ সকলকে পাল্টা আশ্বাস দিয়ে বলেন, কোনও কাগজপত্র চেয়ে হয়রানির শিকার হতে হবে না। সম্মানের সঙ্গেই সকল শরণার্থীকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। কাউকে অসম্মানিত হতে হবে না।

তৃণমূল তো বটেই, সেইসঙ্গে এদিন এক এক করে কংগ্রেস, আপ সহ বিভিন্ন যে বিরোধী দল সিএএ, এনআরসি-র প্রতিবাদ করছে তাদের কটাক্ষ করেন অমিত শাহ। এদিন ফের এসব দলকে টুকরো টুকরো গ্যাং বলে তোপ দাগেন তিনি। সরাসরি অমিত শাহের আক্রমণের মুখে পড়েন রাহুল গান্ধীও। তাঁকে কংগ্রেসের মুখিয়া বলে সম্বোধন করে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশ ভাগে সমর্থন দেওয়ার অভিযোগ করেন অমিত শাহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts