National

অযোধ্যায় রাম মন্দির তৈরি শুরু হবে ৪ মাসের মধ্যেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাম মন্দির তৈরি হবে এটা নিশ্চিত ছিল। কিন্তু কবে থেকে তৈরি হবে তা নিশ্চিত ছিলনা। সোমবার তার একটা ধারণা দিলেন অমিত শাহ।

Published by
News Desk

ভোটের প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে এখন চলছে বিধানসভা নির্বাচন। তারই প্রচারে সেখানে হাজির হয়েছিলেন অমিত শাহ। ঝাড়খণ্ডের পাকুড়ে একটি জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, সুপ্রিম কোর্ট রায় জানিয়ে দিয়েছে। এবার অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হবে আগামী ৪ মাসের মধ্যেই। মন্দির তৈরি হবে আকাশ ছোঁয়া। বিশাল উঁচু মন্দির তৈরি হবে অযোধ্যায়।

অমিত শাহ এদিন কংগ্রেসকে নিশানা করে দাবি করেন, রাম মন্দির তৈরি যাতে না হয় সেজন্য কংগ্রেস মামলা ঝুলিয়ে রাখছিল। এদিন ঝাড়খণ্ডে রাম মন্দির তৈরি শুরুর কথা ঘোষণা করার পর জনসভা থেকেই আগত সকলে হৈহৈ করে ওঠেন। অমিত শাহ জিজ্ঞাসা করেন সকলকে, বিশাল রাম মন্দির তৈরি হবে কিনা? সকলে সমস্বরে উত্তর দেন হ্যাঁ।

রাম মন্দির তৈরি হবে এটা নিশ্চিত ছিল। কিন্তু কবে থেকে তৈরি হবে তা নিশ্চিত ছিলনা। সোমবার তার একটা ধারণা দিলেন অমিত শাহ। অন্তত এটা পরিস্কার করলেন আগামী ৪ মাসের মধ্যেই শুরু হতে চলেছে রাম মন্দির তৈরির কাজ। এ কথা জানার পর রাম জন্মভূমি ন্যাস-এর প্রধান নৃত্যগোপাল দাস বলেন, তাঁদের খুশির সীমা নেই। তবে কী আগামী এপ্রিলে রাম নবরাত্রি থেকেই শুরু হবে রাম মন্দির গঠনের কাজ? যা এতদিন শোনা যাচ্ছিল? এটা অবশ্য এদিন পরিস্কার করেননি অমিত শাহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk