National

শরিকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ, পরে নৈশভোজ

Published by
News Desk

আগামী ২৩ মে লোকসভা ভোটের ফল প্রকাশ। দেশে ১৪টি এক্সিট পোল হয়েছে। এরমধ্যে ১২টি বুথ ফেরত সমীক্ষাই দেখিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ফের কেন্দ্রে সরকার গড়তে চলেছে। তাদের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থাকছে। এই অবস্থায় ঘর গোছাতে নেমে পড়ল বিজেপি। বুথ ফেরত সমীক্ষার কথা মাথায় রেখে আগামী ২১ মে মঙ্গলবার এনডিএ শরিক দলগুলিকে বৈঠকে ডাকলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বৈঠকে এনডিএ শরিক দলের নেতাদের সঙ্গে শরিক রূপরেখা কেমন হবে তা নিয়ে আলোচনা করতে চলেছেন অমিত শাহ বলেই খবর। বৈঠকের পর এনডিএ শরিক নেতাদের নিয়ে একটি নৈশভোজেরও আয়োজন করেছেন বিজেপি সভাপতি। ২৩ তারিখ ফলাফল ঘোষণার আগেই শরিক দলগুলির সঙ্গে আলোচনার কাজ এক্সিট পোলের পর কিছুটা এগিয়ে রাখতে চাইছেন অমিত শাহ। অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।

বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সংস্থাই দেখিয়েছে এবার এনডিএ ক্ষমতায় ফিরছে। দেশে সরকার গড়ার জন্য ২৭২টি আসন ঝুলিতে থাকা জরুরি। সেটাই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সেখানে ২৮২ থেকে ৩৬৫ পর্যন্ত আসন দখলে রাখতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে ১২টি সংস্থার এক্সিট পোল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Amit Shah

Recent Posts