National

কেন্দ্রের সিদ্ধান্তে বেশ কিছু রাজনৈতিক দল গরীব হয়ে যাবে : অমিত

Published by
News Desk

আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা দিলে সেই তথ্য আয়কর বিভাগে পাঠানো হবেনা। নিশ্চিন্তে যে কেউ এই অর্থরাশি ব্যাঙ্কে জমা করতে পারেন। সকলের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত। ভয়ের কোনও কারণ নেই। দেশবাসীকে অভয় দিয়ে এমনই জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এদিকে দেশ জুড়ে সমালোচনার ঝড়ের মুখে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের সমর্থনে সওয়াল করল বিজেপি।

এদিন বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, দেশের কালো টাকার বাড়াবাড়ি রুখতে এই পদক্ষেপ জরুরি ছিল। ‌যাঁরা সততার সঙ্গে আয়কর দিয়ে দেশে থাকেন তাঁরা কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি। চাপ বেড়েছে জালনোট কারবারি, সন্ত্রাসবাদীদের। সেইসঙ্গে রাজনৈতিক চিমটি কাটতেও ছাড়েননি অমিত শাহ। বেশ কিছু রাজনৈতিক দল কেন্দ্রের এই সিদ্ধান্তের পর থেকেই সমালোচনায় মুখর। তাদের নাম না করে অমিত শাহ বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে দেশের বেশ কিছু রাজনৈতিক দল গরীব হয়ে যাবে।

Share
Published by
News Desk