State

তারাপীঠে পুজো দিলেন অমিত শাহ

Published by
News Desk

রাজ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিন সকাল ১১টা নাগাদ তারাপুর হেলিপ্যাডে নামেন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। ছিলেন বহু কর্মী সমর্থক। ছিল ঢাকের বাদ্যি। এরমধ্যেই মন্দিরে প্রবেশ করেন অমিত শাহ। সেবায়েতরা তাঁকে গর্ভগৃহে নিয়ে যান। সেখানে মিনিট ১৫ ছিলেন তিনি। পুজো দেন মন্দিরের নিয়মরীতি মেনে। বেশ কয়েকটি ফুলের মালা মাকে পরিয়ে দেন তিনি। সঙ্গে ছিল পুজোর ডালা। এদিন মাকে একটি বেনারসি শাড়িও দেন অমিত শাহ। পুষ্পাঞ্জলি দিয়ে পুজোও দেন। পুজো শেষে তাঁর হাতে বিগ্রহের একটি ছবি তুলে দেন সেবায়েতরা।

পুজো সেরে সেখান থেকে পুরুলিয়ার দিকে রওনা দেন অমিত শাহ। সেখানে কয়েকটি বুথ কমিটির সঙ্গে বৈঠক করেন। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যের নিদেনপক্ষে ৫০ শতাংশ আসন দখলের টার্গেট দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যে ছুটতে গেলে যা‌যা মনে রাখা দরকার তারই একটি পাঠ দিলেন দলীয় নেতা কর্মীদের।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk