Entertainment

অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Published by
News Desk

অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। তাঁকে গ্রেফতার করতে মুম্বই রওনা দিচ্ছে রাঁচি পুলিশ। রাঁচির একটি আদালত আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কহো না পেয়ার হ্যায়… খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও চেক বাউন্সের মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আমিশার বিরুদ্ধে ২টি পৃথক মামলা চলছে।

অজয় কুমার সিং নামে এক ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, আমিশা প্যাটেল ও তাঁর বন্ধু কুণাল সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে আড়াই কোটি টাকা ধার করেন। তাঁরা কথা দিয়েছিলেন ২০১৮ সালে ওই সিনেমাটি রিলিজ হওয়ার পরই তাঁকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু ২০১৮ সালে কোনও সিনেমাই রিলিজ হয়নি। এরপর তিনি আমিশা প্যাটেলের সঙ্গে যোগাযোগ করে তাঁর টাকা ফেরত চান। আমিশাও বিনা বাক্য ব্যয়ে তাঁকে একটি ৩ কোটি টাকার চেক লিখে দেন।

অজয় কুমার সিং-এর অভিযোগ ওই চেক বাউন্স করে। তারপরই তিনি আমিশা প্যাটেল ও তাঁর বন্ধু কুণালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁরা অজয়ের ফোন ধরেননি। ফোন ধরছেন না দেখে অগত্যা তাঁদের আইনি নোটিসও পাঠান অজয় কুমার সিং। কিন্তু তারও কোনও জবাব আমিশা বা তাঁর বন্ধু দেননি। অগত্যা টাকা ফেরত পেতে তিনি রাঁচির জেলা আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় শনিবার আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। এছাড়াও রাঁচিতেই একটি অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার পরও সেই অনুষ্ঠানে আসেননি আমিশা প্যাটেল। ফলে সেই অনুষ্ঠানের উদ্যোক্তারা আদালতে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk