Sports

ক্রিকেট থেকে অবসর নিলেন রাইডু, গম্ভীর দুষলেন নির্বাচকদের

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা বিসিসিআই-কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন আম্বাতি রাইডু। রাইডু যে অবসর নিলেন তা বিসিসিআই কর্তারাও নিশ্চিত করেছেন। তবে রাইডু এ কথা ঘোষণা করতে কোনও সাংবাদিক সম্মেলন করেননি। তাঁকে যোগাযোগও কেউ করে উঠতে পারেননি। ৩৩ বছরের রাইডু বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা না পেয়ে হতাশ ছিলেন। তাঁর জায়গায় দলে জায়গা পান বিজয় শঙ্কর। পরে অবশ্য প্রয়োজনে বদলি হিসাবে ২টি নাম ঘোষণা করা হয়। ঋষভ পন্থ ও আম্বাতি রাইডু।

শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়ার পর এই দুজনের জায়গা পাওয়ার কথা। সেখানে ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হলেও আম্বাতি রাইডুকে ডাকা হয়নি। বরং তাঁর জায়গায় হঠাৎ মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এটা বোধহয় ভালভাবে নিতে পারেননি রাইডু। ফলে হয়তো প্রবল অভিমানেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। তবে বিদায় হয়তো তিনি ভারতীয় ক্রিকেটকে জানাতে পারেন। ইতিমধ্যেই তাঁকে আইসল্যান্ড তাদের দেশে স্থায়ীভাবে থাকার অফার দিয়েছে। বিনিময়ে তিনি আইসল্যান্ডের হয়ে খেলবেন। তবে এ নিয়ে আম্বাতি রাইডু কী ভাবছেন তা এখনও জানা যায়নি।

ভারতের হয়ে ৫৫টি একদিনের ম্যাচ খেলেছেন রাইডু। করেছেন ১ হাজার ৬৯৪ রান। যারমধ্যে ৩টি সেঞ্চুরি ও ১০টি হাফসেঞ্চুরি রয়েছে। এছাড়া দেশের হয়ে ৬টি টি-২০ খেলেছেন আম্বাতি। করেছেন ৪২ রান। সবচেয়ে বড় কথা রাইডুর ঝুলিতে রয়েছে অনেকটা অভিজ্ঞতা। তারপরও তিনি যেভাবে এবারের বিশ্বকাপে অংশ নিতে পারলেন না সেটাই তাঁকে সময়ের আগেই অবসর গ্রহণের সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে গেছে বলে মনে করছেন দেশের অনেক ক্রিকেটার।

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান তথা বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এদিন আম্বাতি রাইডুর অবসর গ্রহণের জন্য সরাসরি নির্বাচকদের দায়ী করেছেন। নির্বাচকদের অবিবেচনার জন্যই রাইডু খেলা ছাড়লেন বলে সাফ মন্তব্য করেছেন গম্ভীর। আরও সুর চড়িয়ে গম্ভীর বলেন, যে ৫ জন নির্বাচক বসে আছেন তাঁদের কেরিয়ারের পুরো রান এক করলেও সেটা রাইডুর কেরিয়ারে করা রানের ধারে কাছে আসবে না। রাইডু ভারতের জন্য খেলে যেভাবে সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি করেছেন, যেভাবে আইপিএল-এ দারুণ পারফর্মেন্স করেছেন, তারপরও তাঁকে এভাবে অবসর নিতে হওয়া ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখের বলে দাবি করেন গম্ভীর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025