নদীদের রাজা নামে পরিচিত এই নদীর ওপর একটাও ব্রিজ নেই
বিশ্বে নদীর সংখ্যা নেহাত কম নয়। তবে এত নদীর মধ্যেও একটি নদীকে নদীর রাজা বলা হয়। আরও চমকপ্রদ হল এ নদীর ওপর কোনও ব্রিজ নেই।
বিশ্বজুড়ে প্রচুর নদী বয়ে গেছে। তারমধ্যে আবার কিছু নদীর নাম সকলের জানা। এমন একটি নদী রয়েছে যা দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয়। এ নদীটি ৩টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়েছে।
এ নদীর চারধারে অধিকাংশ জায়গায় গহন অরণ্য। ভয়ংকর এবং শ্বাপদ সংকুল। এই নদীর আশপাশের জঙ্গল, সেখানকার মাটির ধরণ সহ নানা দিক বিবেচনা করে এ নদীর ওপর কোনও ব্রিজ কখনও তৈরি হয়নি।
৩ হাজার ৭৫০ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এই নদী। উৎস থেকে মোহনা পর্যন্ত এই বিশাল পথে কোথাও কোনও ব্রিজ না থাকা অবশ্যই অবাক করে। তবে এ নদীর নাম মানুষ এক ডাকে চেনেন।
নদীটি পেরু থেকে জন্ম নিয়ে কলম্বিয়া হয়ে ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে বিলীন হয়েছে। পৃথিবীতে যত নদী সমুদ্রে গিয়ে মিশেছে তারা কতটা জল সমুদ্রে মেশাচ্ছে তার হিসাব রয়েছে।
নদী বাহিত জল সমুদ্রে পড়ার নিরিখে এই নদী একাই ২০ শতাংশ জল সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে। পিরানহা, অ্যানাকোন্ডা খ্যাত এই নদীর নাম অ্যামাজন। অ্যামাজন জঙ্গল যে নদীকে ভরসা করে তৈরি হয়েছে।
অ্যামাজন নদী যেহেতু সব নদীর মধ্যে সর্বাধিক জল বহন করে তাই একে নদীদের রাজা বলা হয়। বিশ্বজুড়ে নদীর রাজা অ্যামাজনের আরও একটি বিশেষত্ব হল তার ওপর কোনও ব্রিজ না থাকা। এর চেয়ে অনেক ছোট নদীর ওপরও একটা হলেও ব্রিজ রয়েছে। অ্যামাজন এমন নদী যার ওপর ব্রিজ নেই।













