SciTech

সময়ের হাত ধরে জন্ম নিতে চলেছে নতুন মহাদেশ, মুছে যাবে আস্ত মহাসাগর

সময় অনেক কিছু বদলে দেয়। সময়ের হাত ধরে এবার বদলে যেতে চলেছে ভূগোলও। এমনকি উবে যেতে চলেছে আস্ত মহাসাগর। এমনই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

Published by
News Desk

পুরো ভূগোলটাই বদলে যেতে চলেছে। যেখানে এশিয়া বা আমেরিকা বলে কোনও মহাদেশ আর থাকবেনা। এই ২ অতিকায় ভূখণ্ড মিশে যাবে। তৈরি হবে নতুন এক মহাদেশ।

সেই নতুন মহাদেশের নাম হবে অ্যামেশিয়া। আমেরিকা ও এশিয়ার নাম এক করে নামকরণ হয়েছে নতুন তৈরি হতে চলা ভূখণ্ডের। জন্ম নেবে এই নতুন নামের ভূখণ্ড। যা একটি নতুন মহাদেশের রূপ নেবে।

এমনভাবেই বিজ্ঞানীরা মনে করছেন প্রশান্তমহাসাগর উবে যেতে চলেছে। সব জল উধাও হয়ে যাবে। আর সেখানে এশিয়া ও আমেরিকার ভূখণ্ড মিশে যাবে।

আদপে দেখা যাচ্ছে এশিয়া ও আমেরিকা মিশে গেলে পৃথিবীতে ১টিই ভূখণ্ড তৈরি হবে। যাকে সুপার মহাদেশ বলা হচ্ছে। মাটির তলায় থাকা টেকটনিক প্লেটের মিশে যাওয়ার ফলে তা সম্ভব হবে।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ উদ্যোগে একটি সুপার কম্পিউটারের সাহায্যে যে মডেল পাওয়া গিয়েছে তাতে সামনের ২০০ মিলিয়ন বছরের মধ্যেই এই ঘটনা ঘটবে।

আর এই ঘটনা কোনও নতুন কিছু ঘটবে না। প্রতি ৬০০ মিলিয়ন বছরে এভাবেই স্থলভাগ বদলে যায়। এটিও একটি চক্র। যা পৃথিবী মেনে চলে।

২০ কোটি বছর পর প্রশান্তমহাসাগরের জল শুকিয়ে যাওয়া বা একটি স্থলভাগ তৈরি হওয়ার পর টেকটনিক প্লেট এভাবে মিশে যাওয়ার কারণ পৃথিবী তখন আরও শীতল হবে। আর তার ফলে টেকটনিক প্লেটগুলি অনেকটা পাতলা হয়ে যাবে। আর পাতলা হওয়ায় তা দ্রুত মিশতে পারবে।

Share
Published by
News Desk

Recent Posts